ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের আনন্দের পরপরই দুঃসংবাদ পেতে পারেন সাউথ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচার। তার বিরুদ্ধে বর্ণবাদের গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের শুনানি হবে ২৬ জানুয়ারি। শুনানি পরিচালনা করবেন অ্যাডভোকেট টেরি মোতাও।
খেলোয়াড়ি জীবনে সতীর্থ পল অ্যাডামসের বিপক্ষে বর্ণবাদমূলক মন্তব্য করার অভিযোগে এ শুনানির মুখোমুখি হচ্ছেন বর্তমান হেড কোচ ও দেশটির সাবেক খেলোয়াড়।
‘প্রাথমিক অনুসন্ধানে’ তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পেয়েছে দেশটির সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং কমিশন।
এটি বর্ণবাদ বিরোধী কমিশন। দেশটির বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আনা বর্ণবাদ অভিযোগ আমলে নেয় কমিশন। তাদের তালিকায় মার্ক বাউচারের নামও অন্তর্ভুক্ত আছে।
তার ধারাবাহিকতায় সপ্তাহখানের মধ্যে শুনানির মুখোমুখি হচ্ছেন ৪৫ বছর বয়সী বাউচার। অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারাতে চলেছেন তিনি।
এর আগে গত বছর জুন ও জুলাইয়ে দুটি শুনানিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বাউচারের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের শিকার হওয়ার বিষয়ে সাক্ষ্য দেন।
বাউচার বিষয়টি তখন মেনে নিয়েছিলেন।
সাউথ আফ্রিকার সর্বোচ্চ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘যে অভিযোগ এসেছে তা প্রমাণিত হলে বাউচারের চাকরি যেতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন বাউচার।’
১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সাউথ আফ্রিকার জার্সিতে ১৪৭ টি টেস্ট ও ২৯৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্ক বাউচার। পরে ২০১৯ সালে চার বছরের জন্য দেশটির জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পান তিনি।