ইউরোপের দেশ ফ্রান্সে কোভিড নিয়ে একটা নতুন আইন করা হয়েছে। সেই আইনের ফলে বিপাকে পড়তে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। আর তা হলো টিকার দুই ডোজ নেয়া না থাকলে ফ্রান্সে ঢুকতে পারবেন না কোনো বিদেশি।
এতেই বেশ বিপাকে পড়তে চলেছে চেলসি ও রিয়াল মাদ্রিদ। দুই দলেরই চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচ রয়েছে দেশটিতে। যে কারণে দুই ডোজ টিকা নেয়া ছাড়া খেলোয়াড়দের রেখেই ফ্রান্সে পা রাখতে হবে দুই ক্লাবকে।
ইউয়েফার বরাত দিয়ে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল ইএসপিএন।
আগামী ১৭ মার্চ ফরাসি দল লিলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। আর ১৬ ফেব্রুয়ারি পিএসজির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ আছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের।
এ অবস্থায় বিপাকে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজক ইউয়েফাও। তারা বিবৃতিতে বলেছে, ‘বিষয়টি নিয়ে আমরা ফ্রান্সের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি ব্যতিক্রম হিসেবে বা খেলার পরিধির বিষয়টা বিবেচনায় এনে টিকা না নেয়া খেলোয়াড়দের অনুমতি দেয়া হয় সেই চেষ্টা করা হচ্ছে।’
যদি অনুমতি না মেলে তাহলে বিকল্প হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলানোর পরিকল্পনা করা হচ্ছে।