অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ করার সুফলটা হাতেনাতে পেয়েছে অস্ট্রেলিয়া। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়া শীর্ষে ওঠায় এক নম্বর জায়গাটি ছাড়তে হয়েছে ভারতকে। তিন নম্বরে নেমে গেছে তারা। বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করা নিউজিল্যান্ড দুইয়ে উঠে এসেছে।
অ্যাশেজ সিরিজ হাতছাড়া হওয়া ইংল্যান্ড আছে র্যাঙ্কিংয়ের চারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জেতা বাংলাদেশ আছে নবম স্থানে। জিম্বাবুয়ে আছে দশে।
ভারতকে ২-১ ব্যবধানে সিরিজে হারানো সাউথ আফ্রিকা আছে পাঁচ নম্বরে। আর ছয়ে আছে পাকিস্তান।
সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অবশ্য একেবারে বিপরীত।
অস্ট্রেলিয়াকে দুইয়ে পাঠিয়ে লঙ্কানরা সেখানে আছে শীর্ষে। ইংল্যান্ড আছে সবার শেষে।
বাংলাদেশের অবস্থান সপ্তম।