করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির কারণে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। নিউজিল্যান্ডের করোনা প্রটোকলের কড়াকড়ির কারণে সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এনজেডসি।
চলতি মাসের ২৪ তারিখ থেকে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল। সিরিজ শেষ করে ৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ার।
দুই বোর্ডের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই স্থগিত করা হয়েছে সিরিজটি। এমনটাই জানানো হয়েছে দুই বোর্ডের পক্ষ থেকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি এক বিবৃতিতে বলেন, ‘আমরা খুবই হতাশ যে পূর্বনির্ধারিত ম্যাচটি স্থগিত রাখতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ড বোর্ডের সাথে বসে পুনরায় সিরিজ আয়োজন করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই, কেননা তারা সব সময় সিরিজ আয়োজনের পক্ষে ছিল। দেশে ফিরে দীর্ঘ সময় কোয়ারিন্টিনে থাকতে হবে বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। এটা সত্যি যে এই মুহূর্তে তাদের পক্ষে অস্ট্রেলিয়া সফর সম্ভব ছিল না।’
তবে নিউজিল্যান্ড সফরে না গেলেও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
হকলি বলেন, ‘আমরা জানি, সমর্থকরা সিরিজটির অপেক্ষায় ছিল। কিন্তু বৈশ্বিক বিপর্যয়ের উপর আমাদের কারো নিয়ন্ত্রণ নেই। তবে বর্তমানে আমরা আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা সিরিজ আয়োজন নিয়ে ভাবছি।’
নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা সবাই জানি, করোনা ইস্যুতে আমাদের সরকার কতটা কঠোর। ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশন এই মুহূর্তে অনেক কঠিন আমদের জন্য। আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সরকার আমাদের এই মুহূর্তে সফর না করার পরামর্শ দিয়েছে।’