নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। এক দশকের মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার কোনো দেশ হিসেবে টেস্টে জয় পাওয়ার গৌরব অর্জন করেছে টাইগাররা।
এ জয় জাদুমন্ত্রে আসেনি বলে মন্তব্য করেছেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুমিনুল। বলেন, ‘কোনো কারিশমা বা জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা করেছি । যেসব জায়গায় উন্নতির দরকার, সেসব নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। দলের সবাই ভালো পারফর্ম করলে ভালো রেজাল্ট আসে।
‘একজন-দুজন ভালো করলে বাংলাদেশ দল ভালো করে না..., বিশেষ করে টেস্ট ফরম্যাটে। টেস্টে আমরা তখনই ভালো করি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন বিভাগেই দল হিসেবে ভালো করি।’
টেস্ট খেলে এতটা স্বস্তি নিয়ে আগে দেশে ফেরা হয়নি টাইগারদের। এ প্রশ্নে মুমিনুল বলেন, ‘ক্রিকেটে স্বস্তি বলতে কিছু নেই। কোনো সময় ভালো খেলবেন, কোনো সময় খারাপ।’
সিরিজের প্রথম টেস্টে জয় পেলে দ্বিতীয় টেস্টে করুণ পরিণতি বরণ করতে হয়েছে বাংলাদেশকে। ওই ম্যাচের পারফরম্যান্স নিয়ে নাখোশ মুমিনুল।
তিনি বলেন, ‘শেষ ম্যাচে যেভাবে খেলেছি, একজন অধিনায়ক হিসেবে আমি খুব একটা খুশি না। দ্বিতীয় টেস্টে আরও ভালো খেলা উচিত ছিল।’
টেস্ট ফরম্যাটে দেশের ক্রিকেটের মান বাড়াতে বাউন্সি উইকেট ও স্পোর্টিং উইকেটের গুরুত্ব আরও বাড়ানো উচিত বলে জানান মুমিনুল।
তিনি বলেন, ‘এটা অবশ্যই দরকার। তবে বিদেশে ভালো করতে গুরুত্বপূর্ণ হলো মাইন্ড সেটআপ।’
এখন ছুটিতে যাবেন জাতীয় ক্রিকেটাররা। দু-এক দিন পর যোগ দেবেন বিপিএলের আসরে।