বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোহলি-স্মিথ-উইলিয়ামসনদের সঙ্গে মিরাজ

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২২ ১৬:৫৩

যুব ক্রিকেট থেকে বড়দের ক্রিকেটে এসে তারকা বনে যাওয়াদের নিয়ে সেরা একাদশ গঠন করেছে আইসিসি। আর সে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে কোহলি, স্মিথ, উইলিয়ামসনদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দলে এসে তারকা বনে যাওয়া ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়। ভারতের ভিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের ক্রিস ওকস, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের মতো সেরা ক্রিকেটাদের আন্তর্জাতিক অঙ্গনে প্রথম পদক্ষেপ ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

ওয়েস্ট ইন্ডিজে বসছে এ বছরের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এ উপলক্ষ্যে যুব ক্রিকেট থেকে বড়দের ক্রিকেটে এসে তারকা বনে যাওয়াদের নিয়ে সেরা একাদশ গঠন করেছে আইসিসি।আর সে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে কোহলি, স্মিথ, উইলিয়ামসনদের সঙ্গে জায়গা করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

ক্যারিবিয়ান হার্ডহিটার শিমরন হেটমেয়ার, পাকিস্তানের পেইসার শাহিন শাহ আফ্রিদি ও সাউথ আফ্রিকান পেইসার কাগিসো রাবাডাও আছেন আইসিসির সেরা সেই একাদশে।

হেটমেয়ারের মতো মিরাজ ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ৬ নম্বরে নেমে ৬০ রান করেন ও বল হাতে ওপেনিং বোলার হিসেবে দুটি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে চার ফিফটির সঙ্গে ১২ উইকেট ছিল তার।

পাশাপাশি এক সময় অনূর্ধ্ব-১৯ মাতানো ইংলিশ অধিনায়ক ওইন মরগান, সতীর্থ ক্রিস ওকস, লঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের জায়গা হয়েছে দলে।ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বাছাই করা একাদশে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ব্ল্যাক ক্যাপস দলপতি কেইন উইলিয়ানসনকে।

মিরাজের অন্তর্ভুক্তি নিয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘হেটমেয়ারের মতো মিরাজ ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ৬ নম্বরে নেমে ৬০ রান করেন ও বল হাতে ওপেনিং বোলার হিসেবে দুটি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে চার ফিফটির সঙ্গে ১২ উইকেট ছিল তার।’

‘একই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। এখন পর্যন্ত তার শিকার ১৭৮ আন্তর্জাতিক উইকেট। পাশাপাশি ৬ বছরের টেস্ট ক্যারিয়ারে ১ হাজারেরও বেশি রান আছে তার।’

আইসিসির সেরা একাদশ:

বাবর আজম, ভিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, ওইন মরগান, শিমরন হেটমেয়ার, মেহেদি হাসান মিরাজ, ক্রিস ওকস, শাহিন শাহ আফ্রিদি ও কাগিসো রাবাডা।

এ বিভাগের আরো খবর