বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকার কারণে বাতিল বাংলাদেশের ইন্দোনেশিয়া সফর

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২২ ১৪:৩০

ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তার ডাবল ডোজ টিকা নিশ্চিত করতে বলেছে। বাংলাদেশ দলের ২৮ খেলোয়াড়ের মধ্যে ১৫ জনের ডাবল ডোজ সম্পন্ন হয়েছে।

করোনাভাইরাসের টিকাসংক্রান্ত কারণে বাতিল করা হয়েছে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর। বালিতে ২৪ ও ২৭ জানুয়ারি ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের।

বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, ‘১৫ জানুয়ারি আমাদের কোচ চলে আসছেন। আমরা ফুটবলারদের তালিকা তৈরি করে ফেলেছি। ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে আমাদের সব প্লেয়ার ও কোচিং প্যানেলের সকলের ডাবল ডোজ থাকতে হবে। বর্তমানে টিকা পরিস্থিতির কারণে আমাদের এ সফরটি করা সম্ভব হচ্ছে না।’

অনুশীলন বাদে জাতীয় দলের প্রাথমিক সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। কোচ চূড়ান্ত করা হয়। ২৮ ফুটবলারের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করা হয়। ইন্দোনেশিয়ার এক চিঠিতে প্রটোকল ইস্যুতে ভন্ডুল হলো জাতীয় দলের সব ব্যস্ততা।

শেষ মুহূর্তে এসে সফর বাতিলের কারণটি ব্যাখ্যা করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘বর্তমানে আমাদের যে টিম লিস্ট আছে আমরা পর্যালোচনা করে দেখেছি, ১৫ জনের ডাবল ভ্যাকসিনেশন আছে। সাতজনের সিঙ্গেল ডোজ আছে। বাকি ৬ প্লেয়ারের কোনো ভ্যাকসিনেশন হয়নি।’

এখন মার্চের ফিফা উইন্ডোটি কাজে লাগানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। এ সময়ের মধ্যে ফুটবলারদের একটা তালিকা করে সবার ডাবল ডোজের পরিকল্পনা করছে ফেডারেশন।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা অব্যাহত রাখব। আশা করছি মার্চের ফিফা উইন্ডোতে একটি ফ্রেন্ডলি খেলার আয়োজন করতে পারব।’শনিবার ঢাকায় পৌঁছাবেন জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা।

এ বিভাগের আরো খবর