বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকার নান-বিরিয়ানির প্রেমে পড়েছেন কলিনদ্রেস

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ২০:৪১

প্রেমে পড়েছেন ঢাকার খাবারের। খেতে পছন্দ করেন বিরিয়ানি, নানরুটি-গ্রিল চিকেন। প্রেমে পড়েছেন বাংলা ভাষারও। ঢাকায় ভালো লাগা বিষয়গুলো নিজেই জানালেন ঢাকা আবাহনীর ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস।

বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। এবার ঢাকা আবাহনীর জার্সিতে দর্শকদের মন জয় করেছেন ড্যানিয়েল কলিনদ্রেস। এই দুই বছরে বাংলাদেশের রাজধানীর প্রেমে পড়ে গেছেন বিশ্বকাপ খেলা কোস্টারিকার এই ফুটবলার।

প্রেমে পড়েছেন ঢাকার খাবারের। খেতে পছন্দ করেন বিরিয়ানি। সকালের নাস্তায় পছন্দ নানরুটি-গ্রিল চিকেন। প্রেমে পড়েছেন বাংলা ভাষারও।

এসব কথা নিজেই জানালেন ঢাকা আবাহনীর ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকার চিকেন বিরিয়ানি পছন্দ করি। মাটন খেতে ভালো লাগে। আর সকালে নানরুটি-গ্রীল চিকেন খেতে পছন্দ করি।’

অবশ্য ক্লাবের ক্যাম্পে থাকাকালীন এসব খাবারে ফুটবলারদের ওপর বিধি-নিষেধ থাকে। তবে, অবসর সময়ে ঢাকার এ খাবারগুলো হাতছাড়া করেন না এ কোস্টারিকান।

খাবার ছাড়াও যে বিষয়টি তার সবচেয়ে ভালো লাগে তা হলো বাংলা ভাষা। সহসাই সুপারমার্কেটে বা অন্য কোথাও গেলে এই ভাষা ব্যবহার করতে ভুল করেন না কলিনদ্রেস। কীভাবে শিখলেন ভাষাটি?

কলিনদ্রেস বলেন, ‘আমি কিছু শব্দ শিখেছি। আমি যখন সুপারমার্কেটে যাই আমি বাংলায় বলার চেষ্টা করি। রিক্সায় চড়ার সময় বাংলায় বলার চেষ্টা করি। ঢাকা শহর এনজয় করা ভালো একটা অভিজ্ঞতা।’

২০১৮ সালে প্রথমবার বসুন্ধরা কিংসে নাম লিখিয়ে বাংলাদেশে আসেন কলিনদ্রেস। কিংসের জার্সিতে লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেমন কাপ জিতেছেন। এবার ঢাকা আবাহনীর জার্সিতে প্রথম দুটি শিরোপা (স্বাধীনতা ও ফেডারেশন কাপ) জিতে নিয়েছেন। সুযোগ আছে ট্রেবল জেতার।

লিগ জিতলেই ট্রেবল পূরণ হবে তার ক্যারিয়ারে। ট্রেবল নিশ্চিত করতে মরিয়া কলিনদ্রেস বলেন, ‘আমরা ট্রেবল জেতার ব্যাপারে উত্তেজিত। আমরা এটা করতে পারি। আমরা এখানে একটা দল ও পরিবার হিসেবে খেলছি। আমরা ট্রেবল জিততে চাই।’

গতবারের তুলনায় এবার লিগের মান বেড়েছে উল্লেখ করে কলিনদ্রেস বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেভেল বেড়েছে। আমি আশা করব মাঠ ভালো খেলার ক্ষেত্রে আরও সহায়তা করবে। দলগুলো আরও শক্তিশালী হচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লিগ জেতাটা হবে বিশেষ কিছু।’

এ বিভাগের আরো খবর