বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইনজুরির পর ফিটনেসের সঙ্গে যুদ্ধ সাকিবের

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ০৯:৫৪

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের হয়ে খেলার সময় মাঠে দেখা গেছে সাকিবের ফিটনেসের সঙ্গে যুদ্ধ করার দৃশ্য। কখনও মাঠে শুয়ে পড়ে স্ট্রেচিং করছেন, কখনও বা বিরতি নিয়ে যাচ্ছেন সাজঘরে।

হ্যামস্ট্রিংয়ের চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। সেই ইনজুরি কাটিয়ে সাকিব ক্রিকেটে ফিরলেও এবার বাদ সেধেছে তার ফিটনেস।

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে সেন্ট্রাল জোনের হয়ে খেলার সময় মাঠে দেখা গেছে সাকিবের ফিটনেসের সঙ্গে যুদ্ধ করার দৃশ্য। কখনও মাঠে শুয়ে পড়ে স্ট্রেচিং করছেন, কখনও বা বিরতি নিয়ে যাচ্ছেন সাজঘরে।

মঙ্গলবার সেন্ট্রাল জোনের দ্বিতীয় রাউন্ডের খেলার সময় সাকিবের খেলা থামিয়ে নিজের সঙ্গে যুদ্ধের এই দৃশ্য দেখা গিয়েছিল বেশ কয়েকবারই।

ক্রিকেটের ব্যস্ত সূচি, পরিবারকে সময় দেয়া, সব মিলিয়ে শারীরিক ধকলটা যে বেশ যাচ্ছে সাকিবের ওপর দিয়ে। তার বহিঃপ্রকাশ ঘটল মাঠে শরীর নিয়ে করা এই যুদ্ধের। ব্যাট বলে মাঠে রাজত্ব করলেও, যেন কথা শোনাতে পারছেন না নিজের শরীরকে।

দলকে ফাইনালে উঠিয়ে দিয়েই তাই তড়িঘড়ি করে ঢাকার ফ্লাইটে চাপলেন সাকিব। তবে কি ফাইনালে দলের সঙ্গে থাকছেন না তিনি, না ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠায় মাঝপথেই ফিরে গেলেন দলকে রেখে?

জবাবটা সাকিব সরাসরি না দিলেও দিয়েছেন ঘুরিয়ে। মাঠ ছেড়ে যাওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল ফাইনাল খেলবেন কি না, উত্তরে জানালেন তিনি নিজেও জানেন না।

তবে সাকিবের ইনজুরি যে মাথাচাড়া দিয়ে ওঠেনি সেটির নিশ্চয়তা পাওয়া গেছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের মাধ্যমে। সাবেক এই ক্রিকেটার জানালেন সাকিবের ফিটনেস নিয়ে।

সুমন বলেন, ‘ওর এখন কোনো ইনজুরি নেই। যেটা আছে সেটা শারীরিক ফিটনেস। ওটা ওভারকাম করতে বেশি সময় লাগবে না। বিপিএলের মধ্য দিয়ে পুরো ফিট হয়ে যাবে। এরপর জাতীয় দলে খেলার সময় তার আর কোনো সমস্যা থাকবে না।’

তবে সাকিব নিজেও প্রাণপণ চাইছেন নিজের ফিটনেস ফিরিয়ে আনতে। দলের একটি সূত্র থেকে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই তিনি অনুশীলনে আসছেন, নিজে নিজে অতিরিক্ত সময় জিমে কাটাচ্ছেন।

১৫ জানুয়ারি বিসিএলের ফাইনালে সাকিবের সেন্ট্রাল জোন লড়বে তামিম ইকবালের বিসিবি ইস্ট জোনের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর