বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালদের প্রস্তুত করতে ৭-১০ দিন চেয়েছেন কাবরেরা

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ১৮:৫১

ইন্দোনেশিয়ায় ম্যাচের জন্য জাতীয় দলকে প্রস্তুত করতে ৭ থেকে ১০ দিন সময় চেয়েছেন হাভিয়ের কাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে এটা ছিল এ স্প্যানিশ কোচের অনুরোধ।

জানুয়ারির ফিফা উইন্ডোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ইন্দোনেশিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বালিতে পা রাখতে চান নতুন হেড কোচ।

ইন্দোনেশিয়ায় ম্যাচের জন্য জাতীয় দলকে প্রস্তুত করতে ৭ থেকে ১০ দিন সময় চেয়েছেন হাভিয়ের কাবরেরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে এটা ছিল এ স্প্যানিশ কোচের অনুরোধ।

কোচের অনুরোধে বিবেচনায় নেয় ফেডারেশন। জাতীয় দলকে প্রস্তুত করতে প্রিমিয়ার লিগের আসর পিছিয়ে দেয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার কথা ছিল লিগের। তা পিছিয়ে ফেব্রুয়ারিতে নেয়া হয়েছে।

বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

জাতীয় দলের সাবেক এ তারকা বলেন, ‘সবাই জানি জাতীয় দলের ব্যস্ততা রয়েছে জানুয়ারিতে। কোচ নিজে জানিয়েছেন তার ৭ থেকে ১০ দিনের সময় লাগবে। সেই সময়টা দিতে চাই। জাতীয় দলকে প্রাধান্য দিতে চাই।’

গত শনিবার আনুষ্ঠানিকভাবে হাভিয়ের কাবরেরাকে কোচ নিয়োগের ঘোষণা দেয় ফেডারেশন।

এ মাসের ২৪ ও ২৭ তারিখ বালিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে কবে নাগাদ এ স্প্যানিশ কোচ দেশে আসবেন ও জাতীয় দলের ক্যাম্প শুরু হবে তা এখনও জানানো হয়নি।

এ সপ্তাহের মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানায় ফেডারেশন।

এ বিভাগের আরো খবর