আঙুলের চোটে অ্যাশেজ সিরিজ শেষ হয়ে গেছে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জস বাটলারের। সিডনি টেস্টের দ্বিতীয় দিন কিপিং করার সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান অভিজ্ঞ এ ক্রিকেটার।
তারপর আর ম্যাচে কিপিং করতে পারেননি তিনি। তার জায়গায় বদলি হিসেবে কিপিং করেন ওলি পোপ। দ্বিতীয় ইনিংসে চোট পাওয়া আঙুল নিয়েই ব্যাট করেন তিনি।
ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট নিশ্চিত করেন এ তথ্য। তিনি বলেন, ‘বাটলার দেশে ফিরে যাচ্ছে। তার ইনজুরিটা খারাপ। হোবার্টে তার না থাকাটা আসলেই দুঃখজনক।’
সিডনি থেকে সরাসরি দেশে ফিরছেন তিনি। অ্যাশেজে এবার জ্বলে উঠতে পারেননি এ তারকা ব্যাটার। চার ম্যাচে মোটে ১০৭ রান এসেছে তার ব্যাট থেকে।
আরেক উইকেটকিপার জনি বেয়ারস্টো দলে থাকলেও, চোটের কারণে শেষ টেস্টে তার খেলাও শঙ্কামুক্ত নয়।
পঞ্চম ও শেষ টেস্টে হোবার্টে উইকেটকিপারের দায়িত্ব পেতে পারেন স্যাম বিলিংস। সিরিজের প্রথমবার সুযোগ হতে পারে তার।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়েছে স্যাম বিলিং শনিবার সিডনিতে এসে পৌঁছেছেন। করোনা টেস্টে নেগেটিভ আসার পর তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।