বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেইথামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ০৮:১৬

ব্যাট করতে নেমে শুরু থেকে এবাদত-রাহিদের ওপর চড়াও হন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও লেইথাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনই তুলে নেন অর্ধশতক।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লেইথাম দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ দাঁড় করানোর পথে স্বাগতিক দল।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দিনের শুরুটা ছিল বাংলাদেশের সাপোর্টে। টসে জিতে ব্ল্যাক ক্যাপস ব্যাট করতে পাঠান অধিনায়ক মুমিনুল হক।

ব্যাট করতে নেমে শুরু থেকে এবাদত-রাহিদের ওপর চড়াও হন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও লেইথাম। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনই তুলে নেন অর্ধশতক।

হাফ সেঞ্চুরি করে দুজনই ব্যাট ছোটান সেঞ্চুরির দিকে। দুজনের অবিচ্ছেদ্য ১৪৮ রানের জুটিতে ভর করে ভালো শুরু পায় স্বাগতিক দল।

চলছিল ভালোই। দুর্দান্ত দুই ব্যাটসম্যানের জুটি ভেঙে প্রথম ব্রেক থ্রু এনে দেন শরিফুল।

নাঈম শেখের তালুবন্দি করে ৫৪ রানে ফেরান ইয়ংকে। আর তাতেই ঘটে কিউইদের প্রথম উইকেটের পতন।

তবে উইকেটে টিকে ধরে ব্যাট চালিয়ে যাচ্ছেন লেইথাম। দুইবার এলবিডব্লিউর ফাঁদ থেকে বেঁচে যাওয়া এই ওপেনার তুলে নিয়েছেন ক্যারিয়ারে ১২তম টেস্ট সেঞ্চুরি। ১৩৩ বল খেলে তিন অঙ্ক স্পর্শ করেন লেইথাম। এতে রয়েছে ১৭টি চারের মার।

লেইথামের সেঞ্চুরিতে ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৬৯ রান।

এ বিভাগের আরো খবর