বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়ালের বিপক্ষে ‘ক্লাসিকো’ দিয়ে ফিরবেন ফাতি

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ২০:৪৩

গত বছরের ৬ নভেম্বর লিগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফাতি। দুই মাস থেকে মাঠের বাইরে পুনর্বাসনে ছিলেন স্পেনের জাতীয় দলের এ ফরোয়ার্ড।

স্প্যানিশ ‍সুপার কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ খেলবে বার্সেলোনা। এ ‘ক্লাসিকো’ লড়াই মাঠে ফিরছেন বার্সার নাম্বার টেন আনসু ফাতি।

ম্যাচটি মাঠে গড়াবে ১২ জানুয়ারি। তার আগেই ফাতিকে খেলানোর সুযোগ ছিল বার্সেলোনার কোচ চাভি এরনান্দেসের। সেটি না করে লা লিগার ম্যাচে শনিবার গ্রানাদার বিপক্ষে ফাতিকে বিশ্রামে রেখেছেন এ কোচ।

গত বছরের ৬ নভেম্বর লিগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে গিয়ে প্রথমার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফাতি। দুই মাস থেকে মাঠের বাইরে পুনর্বাসনে ছিলেন স্পেনের জাতীয় দলের এ ফরোয়ার্ড।

লা লিগের ম্যাচে ফাতিকে বিশ্রামে রাখার কারণ সম্পর্কে বার্সা কোচ চাভি বলেন, ‘সে সুস্থ আছে। তার স্কোয়াডে থাকার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা ঝুঁকি নিতে চাই না।’

ক্লাসিকো দিয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনার কথা জানালেন বার্সা কোচ চাভি। বলেন, ‘সে সুপার কাপের জন্য আমাদের সঙ্গে থাকবে। যা দারুণ খবর। সে পার্থক্য গড়ে দেয়।’

গ্রানাদার মাঠে গিয়ে লা লিগার ম্যাচটি খেলবে কাতালান জায়ান্টরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

১৯ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

এ বিভাগের আরো খবর