অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হাভিয়ের কাবরেরারকে। প্রাথমিকভাবে ১১ মাসের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন এই স্প্যানিশ কোচ।
জাতীয় দলের দায়িত্ব নিয়ে কাবরেরার প্রথম চ্যালেঞ্জ ইন্দোনেশিয়া সিরিজ।
আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
শনিবার বৈঠক শেষে কোচ ও জাতীয় দলের চূড়ান্ত শিডিউল ঘোষণা করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
কোচ চূড়ান্ত করার ব্যাপারে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে জানান, ‘কোচ চূড়ান্তকরণের সময় বিভিন্ন অ্যাকাডেমিতে কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হয়েছে। হাভিয়ের কাবরেরার সেই অভিজ্ঞতা আশা করছি জাতীয় দলের জন্য কাজে লাগবে।’
সবশেষ লা লিগার দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে নর্থ ভার্জিনিয়ার বার্সা অ্যাকাডেমির কোচ ছিলেন কাবরেরা।
আছে এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাও। ৩৭ বছরের কাবরেরা ২০১৩-১৫ মৌসুমে স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও সহকারী কোচ ছিলেন।
ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ দুটি হবে বালিতে। ফেডারেশন কাপ চলছে। টুর্নামেন্ট শেষে প্রিমিয়ার লিগের আসর শুরু হবে। প্রথম রাউন্ড শেষে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা।
গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের কোচ জেমি ডেকে ওএসডি করা হয়। পরে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ও পর্তুগিজ কোচ মারিও লেমস খণ্ডকালীন দায়িত্ব পালন করেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঢাকায় এসে দায়িত্ব বুঝে নেবেন কাবরেরা।