নিউজিল্যান্ড সফরের বড় উদ্দেশ্য ছিল হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা। তাই করেছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর দলটি সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়ে তুলে নিয়েছে ঐতিহাসিক জয়।
দুর্দান্ত সেই জয়ের পর এবার টেস্ট সিরিজে কিউইদের ক্লিন সুইপের দিকে নজর বাংলাদেশের। এ ক্ষেত্রে তারা কাজে লাগাতে চায় প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস।
অন্যদিকে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের কাছে হেরে আহত বাঘের মতো অবস্থা দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের। এই হারে তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের সাতে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দল হয়ে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে। ভুলতে চাচ্ছে হারের স্মৃতি।
তবে নিউজিল্যান্ডকে এক ফোঁটা ছাড়ও দিতে নারাজ জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক। তার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের কাছ থেকে সহজে জয় ছিনিয়ে নিতে পারবে না স্বাগতিকরা।
রাজ্জাক বলেন, ‘সিরিজে ওরা পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই তারা দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না বা চ্যালেঞ্জ দিতেও চাই না। আমাদের যে স্কিল আছে, সেদিকে নজর দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ করব, তারপর ফলাফল আসবে। আমরা তো একটি ম্যাচ জিতে এসেছি। আমাদের কাছ থেকে ফলাফল বের করাও ওদের জন্য কঠিন হবে, এত সহজ হবে না।’
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। দলে নেই তামিম-সাকিবের মতো নির্ভরযোগ্য ক্রিকেটার। তারপরও অসাধারণ ক্রিকেট খেলে সিরিজের প্রথম টেস্টটি নিজেদের করে নিয়েছে তারা। সে কারণেই দলের ওপর বিশ্বাস বেড়ে গেছে নির্বাচক রাজ্জাকের।
তিনি বলেন, ‘যখন যে দলটাই আসে আমি তাদের ওপর বিশ্বাসী থাকি। এই গ্রুপটাও ব্যতিক্রম নয়। আমি অবশ্যই তাদের সবার ওপর বিশ্বাস রাখি। যে টেস্ট গেছে সেটা অসাধারণ ছিল। আশা করব, এই পারফরম্যান্স ধরে রাখব। তাহলে টেস্টে আরও উন্নতি হবে।’
রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তখন ঘড়ির কাঁটায় থাকবে বাংলাদেশ ভোর ৪টা।