বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন নির্বাচক হেইনস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২২ ১৭:১২

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হেইনস বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বোর্ড প্রেসিডেন্ট এবং পরিচালকদের। উনারা আমাকে আরও একবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেইনস। রজার হার্পারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। হার্পারের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয় গত বছর।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউসি) সাধারণ সভায় বৃহস্পতিবার হেইনসকে প্রধান নির্বাচকের পদে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত আসে।

চুক্তিতে, আগামী ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নির্বাচকের ভূমিকায় থাকবেন সাবেক এই ওপেনার।

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপে প্রধান নির্বাচক হিসেবে দেখা যাবে হেইনসকে।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হেইনস বলেন, ‘বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বোর্ড প্রেসিডেন্ট এবং পরিচালকদের। উনারা আমাকে আরও একবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অবদান রাখার সুযোগ করে দিয়েছেন।

‘দেশের ক্রিকেটের ক্রান্তিকালে আমার ওপর ভরসা রাখায় গর্বিত আমি। অভিজ্ঞতার সহায়তায় দায়িত্বে যথাযথ পালনের চেষ্টা করব।’

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন ৬৫ বছরের এই কোচ। দলকে সার্ভিস দিয়েছেন ১৯৭৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত।

এ বিভাগের আরো খবর