বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডানকে বিদায় করে ফাইনালে রহমতগঞ্জ

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ১৮:৩৬

সেমিফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারায় রহমতগঞ্জ। দুই গোলের কামব্যাকে মোহামেডানকে বিদায় করে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে সৈয়দ জিলানীর বাহিনী ।

১৩ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে খেলার হাতছানি ছিল মোহামেডানের। এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে লাল কার্ড নাটকে ১০ জনের দলে পরিণত হয় সাদা-কালো জার্সিধারীরা।পরে দুই গোলের কামব্যাকে মোহামেডানকে বিদায় করে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে রহমতগঞ্জ এমএফসি।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ স্টেডিয়ামে ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচে মোহামেডানকে ২-১ গোলে হারায় সৈয়দ জিলানীর বাহিনী রহমতগঞ্জ।

এক মৌসুম আগেও একই আসরে মোহামেডানকে হারিয়ে ফাইনাল খেলেছিল রহমতগঞ্জ। ২০০৯ সালের পর সবমিলিয়ে চারবার সেমিফাইনাল থেকে বিদায় নিল মোহামেডান।

এবার প্রতিশোধের নেশায় আর এক যুগ পর ফাইনালে খেলার স্বপ্নে উজ্জীবিত মোহামেডান ম্যাচের শুরুটা করে দুর্দান্তভাবে।

খেলার ৪ মিনিটে মোহামেডানকে লিড এনে দেন ডিফেন্ডার রাজিব হোসেন। আলমগীর হোসেনের কর্নার কিক থেকে হেড করেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জন রেডন।বল রহমতগঞ্জের গোলরক্ষক রাকিব হাসান তুষারের সামনে দিয়ে চলে যায় রাজিবের সামনে। সিক্স ইয়ার্ডের ভেতর থেকে আলতো টোকায় বল জালে জড়ান রাজিব।

সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে রহমতগঞ্জ। খেলার ৩০ মিনিটে সানডের বাড়ানো বলে গোল করেন ঘানার ফরোয়ার্ড পিলিফ আজদাহ । তবে তা বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে।

এক গোলের লিডের স্বস্তি নিয়ে নিয়ে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে সকল দৃশ্যপটে পরিবর্তন আসে।

ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলের পরিণত হয় মোহামেডান। দুই হলুদ কার্ডে মাঠ ছাড়েন দলের মেসিডোনিয়ান ডিফেন্ডার জেসমিন মিমনোভিজ।

এক খেলোয়াড় কম নিয়েও ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় মোহামেডান। ডান প্রান্ত থেকে বল নিয়ে ঢুকে পড়েন সুলেমান দিয়াবাতে। বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ওবি মোনেকের সামনে।গড়িয়ে আসা বলে শট নেন এ নাইজেরিয়ান মিডফিল্ডার। গোলপোস্টে ঢুকতে থাকা বলটা দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলকিপার তুষার।

এদিকে ম্যাচে ফিরতে মরিয়া রহমতগঞ্জ লাগাতার আক্রমণে সমতায় ফিরতে সমর্থ হয় ম্যাচের ৭৮ মিনিটে। আশরাফুলের লম্বা থ্রু ধরে ডি-বক্সের ভেতর থেকে গোল করেন ফিলিপ আদজাহ।

আক্রমণ অব্যাহত রাখে রহমতগঞ্জ। মোহামেডানের এক জনের কমতির সুবিধা সুদে-আসলে তুলে নেয় পুরান ঢাকার জায়ান্টরা।

ম্যাচের ৮৭ মিনিটে ফজলে রাব্বির ক্রস থেকে সানডের বাইসাইকেল কিকটা বার স্পর্শ করে চলে না গেলে লিড নিতে পারত রহমতগঞ্জ।

ম্যাচের ইনজুরি টাইমে মোহামেডানের স্বপ্নের মৃত্যু ডেকে আনেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সানডে চিজোবা। গোল করে সকল আলো নিজের করে নেন আবাহনী থেকে এ মৌসুমে রহমতগঞ্জে নাম লেখানো এ নাইজেরিয়ান।ফিলিপের বাড়িয়ে দেয়া ক্রসটা নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান সানডে।

তাতেই সর্বনাশ হয়ে যায় মোহামেডানের। আরেকবার সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয় সাদা-কালো জার্সিধারীদের। আর জয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর