অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শক্ত ভিত্তি পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে দিনের খেলা শেষে ৪০৩ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল।
আগে ব্যাট করে ৮ উইকেটে ৪১৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৩। ফলোঅন এড়াতে এখনও ১৯০ রান দরকার সফরকারী দলের।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল তিন উইকেটে ১২৬। স্টিভেন স্মিথ ৬ ও উসমান খোয়াজা ৪ রানে অপরাজিত ছিলেন।
সেখান থেকে ১১৫ রানের জুটি গড়েন দুই ব্যাটার। দ্বিতীয় দিনের শুরুতেও বৃষ্টি নামে সিডনিতে। তবে তাতে স্মিথ ও খোয়াজায় ব্যাটের ধার কমেনি।
৬৭ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে ফেরেন স্মিথ। অন্যপ্রান্তে নিজের কামব্যাক টেস্টে ক্যারিয়ারের নবম শতরান পূর্ণ করেন খোয়াজা।
অ্যাশেজের স্কোয়াডে তিনি ডাক পান ট্র্যাভিস হেডের অনুপস্থিতিতে। আর আড়াই বছর পর একাদশে খেলার সুযোগটা দারুণ ভাবে কাজে লাগান এ বামহাতি।
টেইল এন্ডে মিচেল স্টার্ক, প্যাট কামিন ও নেইথান লায়নকে নিয়ে ব্যাট করে অজিদের সংগ্রহ ৪০০ পার করান খোয়াজা। ১৩৭ রান করে ব্রডের বলে বোল্ড হন তিনি।
স্টার্কের ব্যাট থেকে আসে ৩৪, কামিনস করেন ২৪ ও লায়ন ১৬ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ব্রড। ১০১ রানে ৫ উইকেট নিয়েছেন এ অভিজ্ঞ পেইসার। ক্যারিয়ারে এটি ব্রডের ১৯তম বারের মতো ইনিংসে ৫ বা বেশি উইকেট শিকার।
অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণার পর ৫ ওভার ব্যাট করার সুযোগ পায় ইংল্যান্ড। দুই ওপেনার হাসিব হামিদ ও জ্যাক ক্রলি কাটিয়ে দেন পুরো সময়। দুই জনই ২ রান নিয়ে খেলছেন।