বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনামুক্ত মেসি, ফিরলেন পিএসজিতে

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ০৯:৪৮

ক্লাব থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড টেস্টে লিওনেল মেসির রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি প্যারিসে ফিরে এসেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন লিওনেল মেসি। এরই মধ্যে ফিরে এসেছেন প্যারিসে নিজ ক্লাবে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে জানানো হয়েছে, দ্রুতই অনুশীলন শুরু করবেন তিনি।

স্থানীয় সময় বুধবার পিএসজি থেকে মেসির করোনা মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

নিজ দেশ আর্জেন্টিনায় থাকার সময় গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন মেসি। এর ফলে পিএসজি ক্যাম্পে ফিরতে দেরি হচ্ছিল তার।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে এরই মধ্যে পিএসজির হয়ে একটি ম্যাচ খেলা হয়নি সাতবার ব্যালন ডর জয়ী এই ফুটবলারের। তাকে ছাড়াই গত সোমবারের ম্যাচটিতে ভেনেসের বিপক্ষে ৪-০ গোলে জিতে নেয় পিএসজি।

করোনা থেকে সুস্থ হয়ে দলে ফিরলেও শীতকালীন ছুটির পর লিগ ওয়ানে আগামী রোববার লিওঁর বিপক্ষে পিএসজির প্রথম ম্যাচে মেসি থাকবেন কি না এ বিষয়ে কিছু বলা হয়নি।

ক্লাব থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড টেস্টে লিওনেল মেসির রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি প্যারিসে ফিরে এসেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

গত গ্রীষ্মে বার্সেলোনা থেকে প্যারিসে নাম লেখানোর পর শুরুটা বেশ কঠিন হয়েছে মেসির। লিগ ওয়ানে ১১টি ম্যাচ খেলে করেছেন মাত্র একটি গোল। যদিও চ্যাম্পিয়নস লিগে পাঁচবার গোলের দেখা পেয়েছেন ফুটবলের এই মহাতারকা।

পিএসজি থেকে আরও জানানো হয়, তাদের দলে আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার করোনায় পজিটিভ হয়েছেন দলের ফুল-ব্যাক লেইভিন কুরজাওয়া। বর্তমানে তিনি সেলফ-আইসোলেশনে রয়েছেন।

আর গত সপ্তাহে করোনায় পজিটিভ হওয়া গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা, ডিফেন্ডার হুয়ান বারনাত, ব্যাকআপ কিপার সের্হিও রিকো, মিডফিল্ডার দানিলো পেরেইরা ও টিনেজার নেইথান বিতুমাসালা এরই মধ্যে দলে ফিরেছেন।

এ বিভাগের আরো খবর