বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু করোনায় আক্রান্ত। নিউজবাংলাকে বুধবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নান্নু নিজেই। জানিয়েছেন, শারীরিক জটিলতা নেই; উপসর্গ মৃদু।
‘আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপাতত শরীরে কোনো উপসর্গ নেই। দোয়া করবেন আমার জন্য।’
কয়েক দিন ধরে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আশরাফুল ইসলামকে নিয়ে মন্তব্য করে আলোচনায় নান্নু। টেস্ট ম্যাচ জয়ের পর বুধবার বিকেলে গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন মেয়াদ বা নতুন কেউ প্রধান নির্বাচকের পদে দায়িত্ব না নেয়া পর্যন্ত স্বপদে থাকতে আপত্তি নেই তার।
জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের ৩১ ডিসেম্বর। এখনও আসেনি নতুন সিদ্ধান্ত।
২০১১ সাল থেকে নির্বাচক প্যানেলের সঙ্গে আছেন নান্নু। ২০১৬ সালে প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ২০১৯ সালে সবশেষ মেয়াদ বেড়েছিল তার।