নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস সৃষ্টি করে জয় পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিক দলকে ৮ উইকেটে হারিয়ে মিটিয়েছে ২২ বছরের আক্ষেপ। টানা ৩২ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারাতে পেরেছে টাইগাররা।
অনন্য এ জয়ে দলকে অভিনন্দন জানাচ্ছেন সবাই। ক্রিকেট ভক্ত, বর্তমান ও সাবেক তারকা থেকে শুরু করে বিশ্লেষকদের সবাই শুভেচ্ছায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে।
মুমিনুল বাহিনীকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। পারিবারিক কারণে ছুটি নেয়ায় এ সিরিজ খেলেননি সাকিব। তবে ঐতিহাসিক মুহূর্তে চোখ ঠিকই রেখেছেন টিভি পর্দায়।
আমেরিকা থেকে এক টুইট বার্তায় সাকিব লেখেন,‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’
পরের আরেক টুইটে পেইসার ও ব্যাটারদের অভিনন্দন জানান বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক।
তিনি লেখেন, ‘ফাস্ট বোলারদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স। ব্যাটাররাও চমৎকার খেলেছেন। দিনটা সবাই উপভোগ করুন। এ কৃতিত্ব সবার প্রাপ্য।’
ছুটিতে থাকায় নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না বিশ্বসেরা এ তারকার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের লড়াইয়ে ফেরার পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন সাকিব।
পরের মাসে দলের সঙ্গে যাবেন সাউথ আফ্রিকা সফরে।