নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। ক্রিকেটপাগল জাতি বাংলাদেশের এই পারফরম্যান্স দেখার জন্য অগণিত চোখ ভোর থেকেই তাকিয়ে ছিল টিভি সেটের সামনে। সরব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারও।
দেশের সবাই জেগে থাকলেও দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোশ্যাল ইউনিট এদিন ছিল গভীর ঘুমে মগ্ন। বিশ্বের বাকি ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যম তাদের ছোট ছোট অর্জন যখন ফলাও করে প্রচার করে থাকে, কিন্তু বিসিবির ক্ষেত্রে দেখা যায় তার ভিন্ন চিত্র।
সব সময় তাদের ভেতর দেখা যায় একটি দায়সারা ভাব। যার ধারাবাহিকতা বজায় ছিল বুধবার ম্যাচ জয়ের পরও।
গতকাল থেকে জয়ের সুবাস পেতে থাকা বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সময় নীরব ভূমিকায় ছিল বোর্ডের টুইটার। পুরো টুইটার যখন বাংলাদেশ বন্দনায় ব্যস্ত ঠিক সে সময় ঘুমিয়ে খোদ জয়ী দলের টুইটার।
ঐতিহাসিক জয়ের প্রায় তিন ঘণ্টা পর তাদের হুঁশ ফিরে আসে। তারা উপলব্ধি করতে পারে আপডেট দেয়ার। তাও শুধু উদযাপনের ভিডিও পোস্ট করেই দায় এড়ানো।
একই চিত্র বোর্ডের ফেসবুক পেইজেও। জয়ের প্রথম আপডেট পেইজে এসেছে সকাল ১০টায়। তাই বাংলাদেশের ড্রেসিংরুমে উদযাপনের ভিডিও ছাড়া বোঝার কোনো উপায় নেই বাংলাদেশ টেস্টে জয়লাভ করেছে।
এত গেল শুধু জয়ের আপডেটের কথা। গেল পাঁচ দিনে ডে রিপোর্ট ছাড়া কোনো আপডেট আসেনি বোর্ডের টুইটার থেকে। এবাদতের দুর্দান্ত বোলিং, ব্যাটসম্যানদের নজড় কাড়া পারফরম্যান্স, বাংলাদেশের লিড নেয়া কিছুই চোখে পড়েনি টুইটার নিয়ন্ত্রণ করা ব্যক্তিবর্গের।