বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতিহাস থেকে ৪০ রান দূরে বাংলাদেশ

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ০৫:৪৫

পঞ্চম দিনে মাত্র ২২ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। ১৬৯ রানে ব্ল্যাক ক্যাপসদের গুটিয়ে ফেলে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের টার্গেট দাঁড়ায় ৪০ রান।

মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনটা যেখানে শেষ করেছে, ঠিক সেখান থেকে পঞ্চম দিন শুরু করল টাইগাররা। নিউজিল্যান্ডকে ১৬৯ রানে অলআউট করে ফেলেছে মুমিনুল হকের বাহিনী।

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের দরকার ৪০ রান।

লক্ষ্য টপকে গেলে লেখা হবে ইতিহাস। অবসান ঘটবে প্রায় ২২ বছরের। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে জয় পাবে বাংলাদেশ।

পাঁচ উইকেট হারিয়ে ১৪৭ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষ দিন শুরু করে ব্ল্যাক ক্যাপস। ৩৭ রানে অপরাজিত ছিলেন রস টেইলর। ৬ রান নিয়ে ক্রিজে টেইলরের সঙ্গী হিসেবে নামেন রাচিন রাভিন্দ্রা।

মঙ্গলবারের মতো বুধবারের সকালটা শুরু করলেন সেই এবাদত। টেইলরকে ৪০ রানে ক্লিন বোল্ড করে সাজঘরের পথ দেখান চতুর্থ দিনে ৪ উইকেট নিয়ে লাইমলাইট নিজের করা বাংলাদেশের এ পেইস বোলার।

ক্রিজে নামা কাইল জেমিসনকে থিতু হওয়ার সুযোগ দেননি এবাদত। শরিফুলের হাতে ক্যাচ দিয়ে এবাদতের বলে ধরা দিয়ে ক্রিজ ছাড়েন জেমিসন। পরের ওভারে রাচিন রাভিন্দ্রাকে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ।

তার উইকেটের পর আশা একরকম শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের।

অলআউট করতে দরকার ছিল এক উইকেট। শেষে মেহেদী হাসানের বলে ছয় মারতে গিয়ে তাইজুলের হাতে ধরা দেন বোল্ট। মাথার ওপর দিয়ে চলে যেতে শুরু করা ক্যাচটা দারুণভাবে তালুবন্দী করেন তাইজুল।

পঞ্চম দিনে মাত্র ২২ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। ১৬৯ রানে ব্ল্যাক ক্যাপসদের গুটিয়ে ফেলে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের টার্গেট দাঁড়ায় ৪০ রান।

ক্যারিয়ার সেরা বোলিং করেন এবাদত। ৪৬ রানে নেন ৬ উইকেট। তাসকিন ৩৬ রানে নেন ৩টি।

নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ের সেঞ্চুরি ও উইল ইয়াং ও হেনরি নিকোলসের ফিফটিতে ৩২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে জয়, শান্ত, মুমিনুল ও লিটনের ফিফটিতে ৪৫৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে অল্প রানে গুটিয়ে এখন জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

টার্গেটে নেমে শুরুতেই অবশ্য হোঁচট খেতে হয় টাইগারদের। ওপেনার সাদমান ইসলাম সাজঘরে ফেরেন ৩ রান করে। এই রিপোর্ট পর্যন্ত ৪ রানে ক্রিজে টিকে আছেন অধিনায়ক মুমিমুল হক ও ৯ রানে অপরাজিত শান্ত। দলীয় সংগ্রহ ১২।

এ বিভাগের আরো খবর