দেশের ফুটবলে প্রবাসীদের আগ্রহ বাড়ছে। জামাল-তারিক কাজীদের পথে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমির ট্রায়ালে অংশ নিতে নরওয়ে থেকে ছুটে এলেন প্রবাসী ফুটবলার সৌম্য ওসমান।
বাফুফের অ্যাকাডেমির জন্য অনূর্ধ্ব-১৫ পর্যায়ে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু হয় ২ জানুয়ারিতে। সারা দেশের ৫২ খুদে ফুটবলারকে নিয়ে চলছে ট্রায়াল। তিন দিন ধরে চলে বাছাই পর্ব। এই ধাপ উৎরে যায় ৩২ জন।
তিন দিন ধরে বাফুফের আবাসিক ক্যাম্পে ছিলেন ট্রায়াল দিতে আসা ফুটবলাররা। তাদের সঙ্গে যোগ দেন নরওয়ে থেকে ছুটে আসা সৌম্য ওসমান।
তৃতীয় দিনের ট্রায়াল শেষে সৌম্য গণমাধ্যমকে বলেন, ‘নরওয়েতে আমি নিয়মিত অনুশীলন করি। আমি যে ক্লাবের একাডেমিতে অনুশীলন করি, সে ক্লাব নরওয়ের শীর্ষ পর্যায়ের লিগে খেলে। ট্রায়ালের খবর শুনে এখানে এসেছি। আমি বাংলাদেশের হয়ে খেলাতে চাই। আমার বিশ্বাস অ্যাকাডেমিতে সুযোগ পাব।’
তিনি জানান, নরওয়েল দল স্ট্রমসগদসেটের অ্যাকাডেমিতে খেলেন সৌম্য। স্বপ্ন দেখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার।
মঙ্গলবার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ট্রায়ালের উদ্বোধন করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
ট্রায়াল অব্যাহত রাখার বিষয়ে তিনি বলেন, ‘২০২২ সালের পরিকল্পনা অনুযায়ী ট্রায়াল চলতে থাকবে। নিয়মিত খেলার মধ্যে রাখব। মেয়েদের দলটাকে ৪-৫ বছর ধরে অনুশীলন করিয়ে ফল পেয়েছি। আশা করি এভাবে চললে ছেলেরাও আমার উদযাপনের উপলক্ষ এনে দেবে।’
নরওয়ে থেকে এসে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে খেলা প্রথম প্রবাসী ফুটবলার মাহাদী খান। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেন তিনি।