নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ডান হাতে চোট পান ওপেনার মাহমুদুল হাসান জয়। এই চোটের কারণে তরুণ এই ব্যাটারের খেলা হচ্ছে না প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। সেই সঙ্গে বাদ পড়েছেন ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকেও।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজেদুল ইসলাম। তিনি জানান, চোটের কারণে ইতোমধ্যে এই ওপেনারের ডান হাতের দুই আঙুলে ৩টি সেলাই পড়েছে। যার কারণে অন্তত ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকা লাগবে তাকে।
বায়েজিদ বলেন, ‘মাহমুদুল হাসান জয় আজ ফিল্ডিং করার সময় ওর ডান হাতের ৩য় ও ৪র্থ আঙুলের মাঝে ইনজুরি হয়েছে। আমাদের ডাক্তার এখানে যিনি আছেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টি সেলাই লেগেছে।
‘এখন দেখা যাচ্ছে ৭-১০ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে, এই অবস্থায় আছে। যা যা মেডিকেশন দেয়া দরকার দেয়া হয়েছে। এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হবে।’
পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটের বনেদি ফরম্যাটে অভিষেক ঘটেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবা দলের এই সদস্যের।
অভিষেকটা রাঙাতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ইনিংসে ২২৮ বল খেলে তার ব্যাট থেকে এসেছে ৭৮ রানের ইনিংস।