ফেডারেশন কাপের শেষ কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ঢাকা আবাহনী।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার শেখ জামালকে আবাহনী হারিয়েছে ৬-০ গোলে।
জোড়া গোল করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন ও নবীব নেওয়াজ জীবন। একটি করে গোল করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডাল রাফায়েল আগুস্তো ও কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস।
আবাহনীর কাছে একেবারে পাত্তাই পায়নি শেখ জামাল। ধানমন্ডি ডার্বিকে মামুলি বানিয়ে বিশাল ব্যবধানের জয় তুলে নেয় মারিও লেমসের বাহিনী।
ম্যাচের ২৩ মিনিটে লিড নেয় আবাহনী। ফ্রি-কিক থেকে ড্যানিয়েল কলিনদ্রেসের নেয়া দূরপাল্লার ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান ডরিয়েল্টন।
প্রথম গোলের ঠিক ১১ মিনিট পর বিতর্কিত পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। ভিডিওতে দেখা যায়, ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হয়েছেন আবাহনীর ফরোয়ার্ড রাকিব। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল আগুস্তো।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী।
ফিরে গোলের ধারা অব্যাহত রাখে আকাশী-নীল জার্সিধারীরা। ম্যাচের ৬০ মিনিটে আগুস্তোর কর্নার কিক থেকে আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখের হেড ফিস্ট করে বিপদমুক্ত করেন শেখ জামালের গোলকিপার ।
এর দুই মিনিট পর ব্যবধান বাড়াতে ভুল করেনি আবাহনী। কলিনদ্রেসের পাস পেয়ে বল নিয়ে ঢুকে পড়েন ডরিয়েল্টন। এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এ ব্রাজিলিয়ান।
ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান ৪-০ করে আবাহনী। ফ্রি-কিক থেকে নিজের প্রথম গোলটা আদায় করে নেন দুই গোলের অ্যাসিস্টদাতা কলিনদ্রেস।
তার গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় শেখ জামালের। উল্টো এর ১১ মিনিট পর আরেকবার গোল হজম করে হলুদ জার্সিধারীরা।
বদলি হিসেবে নেমে আবাহনীর নামের পাশে আরও একটি গোল যোগ করেন নবীব নেওয়াজ জীবন। আবাহনীর দলীয় ফুটবলের সমন্বয়ে ম্যাচের ৮১ মিনিটে মনিরের বাড়িয়ে দেয়া পাস থেকে আলতো টোকায় গোল করেন জীবন। মুহূর্তেই ব্যবধান হয়ে যায় ৫-০।
এভাবে হয়তো শেষ হতে পারত ম্যাচ। তবে গোল পেতে মরিয়া শেখ জামালের জালে পাল্টা আক্রমণে বল জড়িয়ে ব্যবধান ৬-০ করে ফেলে আবাহনী। এবার ডিফেন্ডার মিলাদ শেখের পাস থেকে বল পেয়ে নিজের জোড়া গোল পূরণ করেন জীবন।
বিশাল ব্যবধানের জয় নিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করে আবাহনী। সেমিতে সাইফের মুখোমুখি হবে ধানমন্ডির জায়ান্টরা। ম্যাচটি একই ভেন্যুতে হবে ৬ জানুয়ারি।