দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল-হক। এবার করোনায় পজিটিভ হলেন যুক্তরাষ্ট্রে।
ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র সফরে আছেন সাবেক এই অধিনায়ক। সেখানে সোমবার তার করানোর নমুনা পরীক্ষায় জানানো হয়, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে আইসোলেশনে রয়েছেন মিসবাহ। তার অবস্থা স্থিতিশীল। সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
এর আগে আরও এক দফায় করোনা আক্রান্ত হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের এই হেড কোচ।
গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফেরার সময় করোনো পরীক্ষায় প্রথমবারের মতো পজিটিভ হয়েছিলেন মিসবাহ। দুইবার পরীক্ষায় দুইবারই নিজেকে নেগেটিভ প্রমাণে ব্যর্থ হয়েছিলেন তিনি।
সেবার দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে যেতে পারেননি মিসবাহ। ১০ দিনের কোয়ারেন্টিন কাটানোর পর দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসার পর দেশে ফিরতে হয় তাকে। অবশ্য তার কোনো উপসর্গ ছিল না।