ফরাসি গোলকিপার উগো লরিস টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে দ্রুত চুক্তি নবায়ন করবেন বলে আশাবাদী ক্লাবের ম্যানেজার আন্তোনিও কন্তে। ক্লাবের অধিনায়কের সঙ্গে লন্ডনের ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ছয় মাস বাকি আছে।ইতিমধ্যে ৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী লরিস অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন। আর এতেই এক দশক পর লরিসের টটেনহ্যাম ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।টটেনহ্যামের হয়ে ৩০০-এর বেশি লিগ ম্যাচ খেলা লরিসের প্রশংসা করে কন্তে বলেন, ‘আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত, অতিদ্রুত তার সঙ্গে সমাধানে আসবে ক্লাব কর্তৃপক্ষ। লরিস টটেনহ্যামকে ভালোবাসে। টটেনহ্যামও তাকে ভালোবাসে।’চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টটেনহ্যাম। মৌসুমের দ্বিতীয় ভাগে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার ব্যাপারে টটেনহ্যাম অন্য যেকোনো দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও ক্লাবটি একাধিক ফুটবলার দলে টানতে চায়। কন্তে বলেন, ‘আমি যখন টটেনহ্যামের দায়িত্ব নিই, তখন দল সম্পর্কে ধারণা নিতে কিছুটা সময় চেয়েছিলাম। এখন আমি সবাইকে চিনি। জানুয়ারিতে কী হয় এখন সে সম্পর্কে কিছু বলছি না। সবাই একসঙ্গে কাজ চালিয়ে যেতে চাই। এই খেলোয়াড়রা আমাকে সবকিছু দিয়েছে। জানুয়ারিতে কাউকে নিতে হলে সেরা কাউকেই বেছে নিতে হবে।’
লরিস থাকছেন স্পার্সেই, আশাবাদ কন্তের
ইতিমধ্যে ৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী লরিস অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন। আর এতেই এক দশক পর লরিসের টটেনহ্যাম ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
-
ট্যাগ:
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- টটেনহ্যাম
এ বিভাগের আরো খবর/p>