বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হুট করেই টেস্ট ক্রিকেট ছাড়লেন ডি কক

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ১২:৪০

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডি কক নিজেই। পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত।

ভারতের কাছে টেস্ট হারের দিন আরও দু:সংবাদ অপেক্ষা করছিল সাউথ আফ্রিকার জন্য। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডি কক নিজেই। পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত।বিবৃতিতে ডি কক বলেন, ‘এ সিদ্ধান্তটা নেয়া আমার জন্য সহজ ছিল না। নিজের ভবিষ্যত কেমন হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে।’তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন ডি কক। ক্রিকেটের চেয়ে তাই আপাতত পরিবারকে প্রাধান্য দিতে চান ২৯ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটার।তিনি বলেন, ‘আমার কাছে পরিবারই সব। আমাদের জীবনের নতুন এ অধ্যায়ে তাদের সঙ্গে থাকতে চাই ও সময় কাটাতে চাই।’টেস্ট ক্রিকেট ও জাতীয় দলের প্রতি তার ভালোবাসা সবসময়ই থাকবে এমনটা উল্লেখ করে ৫৪টি টেস্ট খেলা ডি কক বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি ও দেশের হয়ে খেলতে ভালোবাসি। দেশের হয়ে খেলার উত্থান,পতন থেকে শুরু করে সবকিছুই আমি উপভোগ করেছি। কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি ভালোবাসার কিছু আমি খুঁজে পেয়েছি।’

প্রোটিয়াদের হয়ে ৫৪ টেস্টে ৩৮.৮২ গড়ে ৩,৩০০ রান করেছেন ডি কক। ২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর সেঞ্চুরি করেছেন ৬টি ও হাফ সেঞ্চুরি ২২টি। সর্বোচ্চ ইনিংস ১৪১ রানের।

এ বিভাগের আরো খবর