বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিতে ১৫ বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেইলর। দেশটির ইতিহাসের অন্যতম সেরা এ ক্রিকেটারকে সিরিজ জয় উপহার দিয়েই বিদায় দিতে চায় ব্ল্যাক ক্যাপস।
নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের দায়িত্ব পাওয়া টম লেইথাম জানিয়ছেন তারা ২-০ জয় দিয়েই টেইলরকে বিদায় জানাবেন।
বার্তা সংস্থা এএফপিকে লেইথাম বলেন, ‘আমি নিশ্চিত টেইলর ২-০ জয় দিয়েই শেষ করতে চাইবেন।’
তবে বাংলাদেশ টেইলরের বিদায়টা রাঙাতে দিতে রাজি নয়। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো দুই টেস্টে দলের কাছ থেকে সেরা পারফরম্যান্স চান যাতে করে ব্ল্যাক ক্যাপস ২-০ ব্যবধানে সিরিজ জিততে না পারে।
ডমিঙ্গো বলেন, ‘আমরা চেষ্টা করব তার বিদায়টা যেন এত দারুণ না হয়। কিন্তু সে জন্য আমাদের তাকে অলআউট করে দিতে হবে।’
১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট। তবে আগের দিন বাংলাদেশের জন্য চিন্তার বিষয় ছিল ঢাকা থাকা পিচ। সবুজ পিচে নিউজিল্যান্ডের সিম অ্যাটাক সামলে টেইলরের বিদায় উৎসবে ব্যাঘাত ঘটাতে হবে টাইগারদের।