বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইব্রেকারে রহমতগঞ্জকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৯:১৬

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে রহমতগঞ্জকে হারায় শেখ জামাল।

ফেডারেশন কাপের আরেকটি ম্যাচের মীমাংসা হলো টাইব্রেকারে। বুধবার শেখ রাসেল ও ঢাকা আবাহনীর ম্যাচে ৩০ শটের টাইব্রেকার রোমাঞ্চ শেষে বৃহস্পতিবার টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচেও ছিল পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে রহমতগঞ্জ এমএফসিকে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

এ জয়ে ডি-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পা রাখল ধানমণ্ডির জায়ান্টরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে রহমতগঞ্জকে হারায় শেখ জামাল।

গ্রুপের অন্য দল মুক্তিযোদ্ধা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় ওয়াকওভার পায় রহমতগঞ্জ ও শেখ জামাল।

একটি করে জয় নিয়ে বৃহস্পতিবার দুই দল মাঠে নামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় শেখ জামাল। সাত মিনিটের মাথায় দেশি ফুটবলার নুরুল আবসারের গোলে লিড পায় ধানমণ্ডির দল।

এই গোলে যখন জয় নির্ধারিত সময়ে জয় দেখছিল হুয়ান মার্তিনেসের বাহিনী, ম্যাচে সমতায় ফেরে সৈয়দ গোলাম জিলানির বাহিনী। ম্যাচের ৯০ শেষ মিনিটে গোল করেন ঢাকা আবাহনী থেকে রহমতগঞ্জে নাম লেখানো পরীক্ষিত ফরোয়ার্ড সানডে চিজোবা।

সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৫-৪ ব্যবধানে টাইব্রেকার চ্যালেঞ্জ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল। আর রানার আপ হয়ে নক আউট পর্বে পা রাখল রহমতগঞ্জ।

এ বিভাগের আরো খবর