তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের গোটা একটা দিন গেছে বৃষ্টির পেটে। ছিল সাউথ আফ্রিকার বোলারদের দাপটও। কিন্তু সব বাধা টপকে ১১৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ভারত।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির দাপুটে বোলিংয়ে সাউথ আফ্রিকাকে ১৯১ রানে অল আউট করে দিয়েছে ভারত। যার সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
৪ উইকেট হারিয়ে ৯৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। তাদের লক্ষ্য ছিল ২১১ রান।
তবে তাদের সে আশায় বড় ধাক্কা দেন বুমরাহ। দিনের শুরুতে ৭৭ রান করা ডিন এলগারকে ফেরানোর মধ্য দিয়ে ব্রেক থ্রু আনেন এ সিমার।
দলের স্কোরশিটে ৬০ রান যোগ করতে না করতে আউট হন বাকি পাঁচ প্রোটিয়া ব্যাটসম্যান। আর তাতে ১১৩ রানের বড় জয় পায় ভারত।
ভারতের তিন পেইসার আট উইকেট নিয়েছেন ভাগাভাগি করে। বুমরাহ ও শামি পেয়েছেন ৩টি করে উইকেট। আর সিরাজ পেয়েছেন ২টি।
এটি ছিল সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়নে ভারতের ইতিহাসে প্রথম টেস্ট জয়। ম্যাচ সেরা হয় কেএল রাহুল।
এর আগে প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে ৩২৭ রানের পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৯৭ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
১৩০ রানের লিড নিয়ে খেলতে নেমে লুঙ্গি এনডিগির বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বুমরাহ ও শামির বোলিং নৈপুণ্যে ১৯১ এর বেশি করতে পারেনি সাউথ আফ্রিকা। আর তাতেই ১১৩ রানের বড় জয় পেয়ে যায় ভারত।