তিন দিন পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে যাচ্ছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে গানার্স পরিবারে দুঃসংবাদ। ম্যানেজার মিকেল আর্তেতাকে পাচ্ছে না দলটি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দলের ডাগ আউটে থাকতে পারছেন না গানারদের বস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।
ইংলিশ ক্লাবটি জানায়, মিকেল আর্তেতা ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না। কোভিড পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন তিনি।
এর আগেও গত বছর মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এ স্প্যানিশ কোচ।
অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৫-০ গোলে হেরেছিল আর্সেনাল। লিগের শুরুর দিকে লিভারপুল, এভারটনের মতো দলের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল দল। পরে দারুণভাবে কামব্যাক করেছে গানার।
টানা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে দলটি। এমন সময়ে সিটির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানেজার না পাওয়া অস্বস্তিতে ফেলবে দলের ফুটবলারদের।
এ ম্যাচে তাকে না পেলেও কারাবাও কাপের সেমি ফাইনালে লিভারপুলের বিপক্ষে ডাগআউটে থাকার সম্ভাবনা আছে আর্তেতার।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুরন্ত গতিতে ছুটে চলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। ১২ পয়েন্ট পিছিয়ে চারে অবস্থান করছে আর্সেনাল।