বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্র করে বিসিএলের ফাইনালে সেন্ট্রাল জোন ও সাউথ জোন

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ১৮:০১

দুই দলের হাই-স্কোরিং ম্যাচ ড্র হলে দুই দলই চূড়ান্ত ধাপে পৌঁছে যায়। আগে ব্যাট করে ৪৮১ রান সংগ্রহ করে সেন্ট্রাল। জবাবে ৪৯৪ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় সাউথ।

ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পৌঁছেছে সেন্ট্রাল জোন ও সাউথ জোন। এই দুই দলের হাই-স্কোরিং ম্যাচ ড্র হলে দুই দলই চূড়ান্ত ধাপে পৌঁছে যায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য সরকার ও শুভাগত হোমের বড় সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৪৮১ রান সংগ্রহ করে সেন্ট্রাল। সৌম্য ১৫০ আর অধিনায়ক শুভাগত করেন ১৫২ রান।

সাউথের বোলার রিশাদ হোসেন ১২৯ রানে পাঁচ উইকেট নেন।

জবাবে কম যায়নি সাউথ জোনও। অমিত হাসান, তওহিদ হৃদয় ও জাকির হাসানের সেঞ্চুরিতে ৪৯৪ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় সাউথ।

হৃদয় দলের হয়ে সর্বোচ্চ ১২২ রান করেন। অমিত করেন ১১৭ আর জাকিরের ব্যাট থেকে আসে ১০৯ রান।

নাজমুল ইসলাম ও মুকিদুল ইসলাম ৩টি করে উইকেট নেন।

সেন্ট্রাল জোন দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৯৯ রান করে। এরপর আর সময় না থাকায় ড্র হয় ম্যাচ।

দুই দলের শিরোপা লড়াই শুরু হবে ২ জানুয়ারি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বের ম্যাচগুলো চার দিনের হলেও ফাইনাল হবে পাঁচ দিনের।

এ বিভাগের আরো খবর