বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএলে বোর্ডের দল থাকায় স্বচ্ছতা নিয়ে শঙ্কায় চট্টগ্রাম

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ১৫:৪৯

বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিপিএল টুর্নামেন্টে খেলছে তাদেরই দল। বিসিবির এমন আচরণে অবাক হয়েছেন বিপিএলের আরেক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্তারা। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কে এম রিফাতুজ্জামান বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগের দিন হুট করে ঢাকার ফ্র্যাঞ্চাইজি থেকে সরিয়ে দেয়া হয় রুপা অ্যান্ড মার্ন গ্রুপকে। বোর্ডের দেয়া শর্ত পূরণ করতে না পারায় এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

আর ‘অভিভাবকহীন’ ঢাকার দায়িত্বভার তখন কাঁধে তুলে নেয় বিসিবি। বোর্ডের অধীনে অনুষ্ঠিত বিপিএল টুর্নামেন্টে খেলছে বোর্ডের দল।

বোর্ডের এমন আচরণে অবাক হয়েছেন বিপিএলের আরেক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্তারা। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার কে এম রিফাতুজ্জামান বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান।

রিফাত বলেন, ‘এটা আমাদের জন্য আশ্চর্যের ব্যাপার হয়ে এসেছিল। আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছে দুর্ঘটনার কারণে এমনটা হয়েছে।’

তিনি যোগ করেন, ‘যে ফ্র‍্যাঞ্চাইজিকে দায়িত্ব দেয়ার কথা তারা কিছু জিনিস ঠিক করতে পারেনি বলে শেষ মুহূর্তে তাদের মালিকানা বাতিল হয়। ঐ মুহুর্তে বিসিবি আসলে কাকে দেবে সেটা কঠিন ছিল।’

বোর্ড ঢাকা দলের দায়িত্ব নেয়ায় টুর্নামেন্টে স্বচ্ছতায় প্রভাব পড়তে পারে বলে মনে করছে চট্টগ্রাম।

তিনি বলেন, ‘তারা বলেছে এটা কাউকে না কাউকে দেয়া হবে। তেমনটা হলে আপনারা যেটা বলছেন সেটা (বিসিবির দল বলে পক্ষপাতিত্ব নিয়ে সন্দেহ) আমাদের মাথায় ঘুরপাক খাবে না।

‘আর তেমনটা না হলে স্বভাবত শঙ্কা জাগবেই। বোর্ডের নিজের দল থাকলে স্বাভাবিকভাবে মানসিক দিক দিয়ে একটা শঙ্কা থাকবে। পুরো বিষয়টি মাঠে নামার পর বুঝতে পারব।’

বিপিএলের নতুন আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।

এ বিভাগের আরো খবর