বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপিএলে খরচের শীর্ষে বরিশাল, কম খরুচে খুলনা

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১৫:০৮

ছয়টি দল ইতিমধ্যেই গুছিয়ে ফেলেছে তাদের বিপিএল স্কোয়াড। দলের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে ফরচুন বরিশাল। ১৯ ক্রিকেটারকে নিয়ে বিপিএলের দল গোছাতে তাদের গুনতে হয়েছে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দেশ-বিদেশের ৬০০-এরও বেশি ক্রিকেটার থেকে পছন্দের খেলোয়াড় বেছে নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের ড্রাফটে দেশীয় ক্রিকেটারদের ভেতর এ-ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ লাখ টাকা। সমমানের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৬৩ লাখ ৭৫ হাজার টাকা।

বি ক্যাটাগরির দেশীয় ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ লাখ, সি-ক্যাটাগরির ২৫ লাখ, ডি-ক্যাটাগরির ১৮ লাখ, ই ও এফ-ক্যাটাগরির নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ১২ ও ৫ লাখ টাকা।

অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে যথাক্রমে বি-ক্যাটাগরি ৪২ লাখ ৫০ হাজার, সি-৩৪ লাখ, ডি-২৫ লাখ ৫০ হাজার টাকা ও ই ক্যাটাগরি ১৭ লাখ টাকা।

ছয়টি দল ইতিমধ্যেই গুছিয়ে ফেলেছে তাদের বিপিএল স্কোয়াড। দলের পেছনে সবচেয়ে বেশি খরচ করেছে ফরচুন বরিশাল।

সরাসরি তারা দলে ভেড়ায় সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুস্কা গুনাথিলাকা ও ক্রিস গেইলকে। আর ড্রাফট থেকে তারা ভিড়িয়েছে এ-ক্যাটাগরির বিদেশি ক্রিকেটার ক্রিস্টোফার ম্যককয়কে। সঙ্গে আরও দলে টেনেছে বি-ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানকে।

সব মিলিয়ে ১৯ ক্রিকেটারকে নিয়ে বিপিএলের দল গোছাতে তাদের গুনতে হয়েছে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মুস্তাফিজুর রহমান, সুনিল নারিন, ফাফ ডি প্লেসি ও মঈন আলিকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি মুমিনুল হক, ইমরুল কায়েস, লিটন দাসসহ ১৯ ক্রিকেটারকে দলে টেনে আনতে তাদের খরচ করতে হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা।

খরচের দিক থেকে তিনে রয়েছে ঢাকা। বিসিবির মালিকানাধীন এই দল তামিম ইকবাল, মাশরাফি মোর্ত্তজা, মাহমুদুল্লাহ রিয়াদসহ ১৭ ক্রিকেটারের জন্য খরচ করেছে ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

চারে রয়েছে সিলেট সানরাইজার্স। নবাগত ফ্র্যাঞ্চাইজিটিকে তাসকিন আহমেদ, রাভি বোপারার মতো খেলোয়াড় দলে টেনে আনতে গুনতে হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা।

পঞ্চম খরুচে দল হিসেবে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ-ক্যাটাগরির কোনো ক্রিকেটার দলে না থাকলেও তাদের খরচ হচ্ছে ৩ কোটি ৬ লাখ টাকা।

আর তলানিতে রয়েছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহিম, থিসারা পেরেরাসহ ১৫ ক্রিকেটার দলে ভেড়াতে তাদের খরচ হচ্ছে ২ কোটি ৮২ লাখ টাকা।

এ বিভাগের আরো খবর