বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টির পেটে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ১২:৪৫

বৃষ্টির কারণে মাত্র সাড়ে ২৭ ওভার খেলা হয়েই বন্ধ করে দেয়া হয় ম্যাচটি। এই সাড়ে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭১ রান।

নতুন বছরের প্রথম দিন থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজের আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কায় পড়েছে।

বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে মাত্র সাড়ে ২৭ ওভার। এই সাড়ে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭১ রান।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল-২ এ ম্যাচের শুরু থেকেই হানা ছিল বৃষ্টির। টানা বর্ষণে মাঠ হয়ে পড়েছিল খেলার অনুপযুক্ত।

বাঁধা কাটিয়ে মধ্যাহ্ন বিরতির আগে মাঠে নামে দুই দল। টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মুমিনুল অ্যান্ড কোং।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় নেমে আসে কিউই শিবিরে। স্কোরবোর্ডে ৮ রান তুলতেই সাজঘরে ফিরতে হয় লুক জর্জিওসন, জ্যাকব কামিং ও অধিনায়ক ডেভন কনওয়েকে।

ম্যাচের দশম ওভারে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের জন্য আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি। যার ফলে মধ্যাহ্ন বিরতির আগে আর মাঠে নামা হয়নি দুই দলের।

মধ্যাহ্ন বিরতির পর খেলা কিছু সময় চললেও ফের বন্ধ হয়ে যায় খেলা। এরপর নিয়মিত বৃষ্টি বাঁধায় ২৭.৩ ওভার খেলেই দিন শেষ করে দেয়া হয়। আর দিন শেষে কিউইদের স্কোর হয় পাঁচ উইকেটের খরচায় ৭১ রান।

বাংলাদেশের হয়ে বিধ্বংসী বোলিং করেন আবু জায়েদ রাহি। ঝুলিতে পুরেন তিনটি উইকেট। অপরদিকে তাসকিন নেন দুটি উইকেট।বৃষ্টি বিঘ্নিত দিনে যতটুকু সম্ভব কন্ডিশনের ব্যবহার করার চেষ্টা করেছেন বাংলাদেশের বোলাররা। নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট পেইসার আবু জায়েদ রাহি।বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের ম্যাচটায় বৃষ্টি আসছিল, যাচ্ছিল। কিন্তু বোলাররা অনেক ভাল করেছি। ভালভাবে কামব্যাক করেছি। সবচেয়ে ভাল কথা হল, অনেকদিন পর বোলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পেরেছি। সব সময় আমরা পেইস বোলাররা ভালো জায়গায় বোলিং করেছি।’

এ বিভাগের আরো খবর