বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্র‍্যাঞ্চাইজি বাদ দিয়ে প্রশংসা চাইলেন মল্লিক

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২১ ২১:০৪

টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগের দিন ঢাকার দায়িত্ব নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি মার্ন গ্রুপকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বিপিএলে অংশ নেয়ার শর্ত পূরণ করতে না পারায় ঢাকার মালিকানা নিতে দেয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর বসতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে ৬০০ এরও বেশি ক্রিকেটার থেকে বাছাই করে নিজেদের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কিন্তু টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগের দিন ঢাকার দায়িত্ব নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি মার্ন গ্রুপকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বিপিএলে অংশ নেয়ার শর্ত পূরণ করতে না পারায় ঢাকার মালিকানা নিতে দেয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিটিকে।

একই সঙ্গে ঢাকার দায়িত্ব নিয়ে নেয় বিসিবি। বলা হয় বিসিবির তত্ত্বাবধানে খেলবে দলটি। প্লেয়ার্স ড্রাফটের আগের দিন এই ঘটনায় প্রশ্ন ওঠে বোর্ডের কর্তাদের পেশাদারিত্ব নিয়ে।

তবে বিষয়টিকে অপেশাদারিত্ব হিসেবে মানতে নারাজ বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক। বরং বিষয়টি প্রশংসার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।

মল্লিক বলেন, ‘যাছাই বাছাই করে দিচ্ছি বলেইতো উনাদের বাদ দিয়ে দিলাম। আমাদের টাইম ফ্রেমের মধ্যে হয়নি বলেই... এটাতো একটা দিক থেকে প্রশংসা পাওয়ার যোগ্য যে বোর্ড শুধু টাকার জন্য দল দিয়ে দেয়নি।’

একই সঙ্গে প্লেয়ার্স ড্রাফটের পর দলটির মালিকানা স্থানান্তরের কথা ভাবছে বোর্ড এমনটাও জানান এই পরিচালক।

মল্লিক বলেন, ‘গতকাল রাতে আমাদের মাননীয় সভাপতি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে, এটা হয়তো স্পন্সরশিপ বা মালিকানা দিয়ে দিব। গতকাল রাতে আরেকজন যিনি আগে নিতে চেয়েছিলেন। আমরা চিন্তা করেছি বোর্ড আগে দলটা তৈরি করে ফেলুক। তৈরি করার পর আমরা হয় স্পন্সরশিপ না হয় মালিকানা ব্যানারে হোক এটা আমরা দিয়ে দিব।’

আসন্ন বিপিএলের জন্য তারকাখচিত দল নিয়ে মাঠে নামবে ঢাকা। দলে মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি নেয়া হয়েছে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজাকে। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে নেয়া হয়েছে পাকিস্তানি তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদকে।

বিপিএলে ঢাকার স্কোয়াড:

দেশি ক্রিকেটার - মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, শুভাগত হোম, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন, রিশাদ হোসেন।

বিদেশি ক্রিকেটার – ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী।

এ বিভাগের আরো খবর