বড়দিনের ছুটি কাটাচ্ছে ইউরোপিয়ান ফুটবল। একই সঙ্গে অবসরের আনন্দে মেতেছেন ফুটবল তারকারাও। পরিবার-পরিজনদের নিয়ে মাঠের ব্যস্ততা থেকে ছুটি উপভোগ করছেন রোনালডো, নেইমার, লেওয়ানডোভস্কিরা।
ভক্তদের উদ্দেশে বড়দিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বিশ্ব সেরা সব ফুটবলার। আর সে জন্য বরাবরের মতো বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।
ক্রিস্টিয়ানো রোনালডো নিজের টুইটার হ্যান্ডলে পরিবারের সঙ্গে এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে অন্তরের অন্তস্থল থেকে বড়দিনের শুভেচ্ছা।’
রোনালডো অবশ্য ছুটি পাচ্ছেন না বেশিদিন। ইংলিশ প্রিমিয়ার লিগে বড়দিনের পরদিনই মাঠে নামতে হচ্ছে তাকে।
ব্যালন ডর জয়ী তারকা লিওনেল মেসি ছুটি কাটাতে ফিরে গেছেন আর্জেন্টিনায়। সেখানে ক্রিসমাস ট্রির সামনে স্ত্রী আন্তোনেয়াকেসহ ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল ভক্তদের।
লম্বা ছুটি কাটাচ্ছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোভস্কি। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে উপভোগ করছেন ছুটির অবসর।
স্ত্রী ও দুই কন্যার সঙ্গে রবার্ট লেওয়ানডোভস্কি। ছবি: ইন্সটাগ্রাম
লেভার মতোই লম্বা ছুটিতে আছেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এ তারকা ছুটির পাশাপাশি মাঠ থেকে দূরে আছেন চোটের কারণেও। বড়দিনের ছুটি কাটাতে ফিরে গেছেন ব্রাজিলে। সেখানেই মা ও বান্ধবীর সঙ্গে মিলে কাটিয়েছেন বড়দিন।
ব্রাজিলের পরিবারের সঙ্গে বড়দিনের ছুটিতে নেইমার। ছবি: ইনস্টাগ্রাম
তারকাদের মধ্যে সবচেয়ে মজার বেশ নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। বড়দিন অপছন্দ করা প্রাণী দ্য গ্রিঞ্চ সেজেছিলেন এ সুপারস্টার। বিখ্যাত শিশু সাহিত্যিক ড. সিউসের সৃষ্টি গ্রিঞ্চের লক্ষ্য ক্রিসমাস বা বড়দিনের আনন্দ চুরি করা।
ডি ব্রুইনা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রিঞ্চ আসছে ক্রিসমাস চুরি করতে!’
দ্য গ্রিঞ্চের সাজে কেভিন ডি ব্রুইনা। ছবি: ইনস্টাগ্রাম
ভক্তদের উদ্দেশে আরও শুভেচ্ছা জানিয়েছেন আর্লিং হালান্ড, জোসে মরিনিয়ো, মার্কাস র্যাশফোর্ড ও আনহেল দি মারিয়ারা। ভক্তদের শুভেচ্ছা জানায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, লিভারপুলসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোও।