বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক ইলিংওয়ার্থ

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২১ ২২:০৭

১৯৭০-৭১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক রে ইলিংওয়ার্থ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ‘স্বেচ্ছামৃত্যু’ চেয়ে গত মাসেই আলোচনায় আসেন তিনি। ৮৯ বছর বয়সে তিনি জীবনের ইতি টানলেন ক্যান্সারের কাছে পরাস্ত হয়ে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক রে ইলিংওয়ার্থ মারা গেছেন। তার কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার শনিবার এক টুইট বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ইংলিশ এ সাবেক ক্রিকেটারের বয়স হয়েছিল ৮৯ বছর।

ইংলিশ ক্রিকেটের কিংবদন্তি ইলিংওয়ার্থ ক্রিকেটার ক্যারিয়ার শেষে নব্বই দশকে ইংল্যান্ড দলের প্রধান নির্বাচক ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ইলিংওয়ার্থ দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন। এক বছর ধরে তার রেডিওথেরাপি চলছিল। অবশেষে ক্যান্সারের কাছে হার মানতে হয় তাকে।এর আগে তিনি গত বছর হারান ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে।

গত নভেম্বরে হঠাৎ সংবাদের শিরোনাম হয়েছিলেন রে ইলিংওয়ার্থ। ক্যান্সারে অসহনীয় জীবন সহ্য করতে না পারায় তিনি ‘স্বেচ্ছামৃত্যু’ চেয়েছিলেন। ইংল্যান্ডে স্বেচ্ছামৃত্যু আইনসিদ্ধ নয়। এরই এক মাস পর না ফেরার দেশে পাড়ি জমালেন ইলিংওয়ার্থ।

তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে টুইটারে পোস্ট দিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার। তারা জানায়, ‘রে ইলিংওয়ার্থ মারা গেছেন জেনে আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের চিন্তাভাবনা রের পরিবার এবং ইয়র্কশায়ারের বৃহত্তর পরিবারের সঙ্গে।’

১৯৭০-৭১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন ইলিংওয়ার্থ।

তিনি ইংল্যান্ডের হয়ে ৬১টি টেস্ট (১৯৫৮-১৯৭৩) খেলেছেন। ইলিংওয়ার্থ ১২২টি উইকেট নিয়েছেন ও ১৮৩৬ রান করেছেন।

তার নেতৃত্বে ইংল্যান্ড ৩১টি টেস্ট খেলেছে। ১২টি ম্যাচ জিতেছে, হেরেছে ৫টি। আর ড্র হয়েছে ১৪টি। ঘরোয়া ক্রিকেটে ইলিংওয়ার্থ ইয়র্কশায়ার ও লেস্টারশায়ারের হয়ে খেলেছেন।

এ বিভাগের আরো খবর