গত আইসিসি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এবার চলমান যুব এশিয়া কাপেও সিনিয়রদের পথ অনুসরণ করেছে জুনিয়ররা। আসরে শনিবার রোমাঞ্চে ঠাসা ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান।
শেষ বলে চার মেরে ভারতকে ২ উইকেটে হারিয়েছেন কাশিম আকরাম-শেহজাদরা। এ জয়ে সেমির পথে এক পা দিয়ে রাখল পাকিস্তান।
দুবাইয়ের আইসিসি একাডেমি স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
৪৯ ওভারে ২৩৭ রান সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে একমাত্র ফিফটি আসে উইকেটকিপার আরাধ্য ইয়াদাবের কাছ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ওপেনার হারনুর সিং।
একাই ৫ উইকেট নিয়ে ম্যাচের লাইমলাইট নিজের করে নেন পাকিস্তানের পেস বোলার জিশান জামির। ২টি উইকেট পান আউওয়াস আলী। আকরাম ও সাদাকাত নেন ১টি করে উইকেট।
টার্গেটে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। শেহজাদের ৮১ রানের অনবদ্য ইনিংসে জয়ের পথেই থাকে দলটি। তবে মিডল অর্ডারে বড় কোনো ইনিংস না আসায় নাটক জমে ওঠে শেষ ওভারে।
ছয় বলে দরকার ছিল ৮ রান। প্রথম বলে উইকেট হারানোর পর নাটক আরও জমে যায়। ২ উইকেটে দরকার ৮ রান। পরের চার বলে ৬ রান তুলে শেষ বলের নাটক তৈরি হয়। এক বলে দরকার ছিল ২ রানের। শেষ বলে চার মেরে রোমাঞ্চকর ম্যাচটি ২ উইকেটে জিতে নেয় পাকিস্তান।
এ জয়ে সেমির পথে এক পা দিয়ে রাখল দলটি। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আর সেমির আশা জিইয়ে রাখতে পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে খেলবে ভারত।