বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শটটা গোল হয়ে যাবে ভাবিনি: আনাই মগিনি

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২১ ২২:৪০

‘আমি ক্রস করেছিলাম। যাতে সতীর্থরা গোল করতে পারেন। সিক্স-ইয়ার্ডের সামনে রাখতে চেয়েছি। পরে দেখি ভেসে ভেসে বল গোলবারে চলে গেছে। আমার গোলে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ের মাসে শিরোপার উল্লাসে মেতেছে। এর থেকে খুশির কথা আর কী হতে পারে? ভাষায় প্রকাশ করতে পারব না কত খুশি।’

আনাই মগিনির অবিশ্বাস্য গোলে ভারত বধ করে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। কিন্তু শটটা ভেসে ভেসে গোল হয়ে যাবে ভাবতেই পারেননি এই ডিফেন্ডার!

নিউজবাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সাফ ফাইনালের একমাত্র গোলদাতা আনাই জানালেন এমন কথা।

৮০ মিনিটের দৃশ্য। শাহেদা আক্তার রিপার দেয়া ব্যাক পাসটা ভাসিয়ে মারেন আনাই। ভারতের গোলকিপারের গ্লাভস ফসকে বল চলে যায় জালে। গোল হওয়ার পর উল্লাসে মেতেছে পুরো গ্যালারি।

বাঁধভাঙা উল্লাসে মাতেন মগিনি নিজেও। তাকে জড়িয়ে ধরে উদযাপনে সামিল হয় পুরো দেশ। কিন্তু গোলটা হবে বিশ্বাসই করতে পারেননি তিনি, ‘আমি ক্রস করেছিলাম। যাতে সতীর্থরা গোল করতে পারেন। সিক্স-ইয়ার্ডের সামনে রাখতে চেয়েছি। পরে দেখি ভেসে ভেসে বল গোলবারে চলে গেছে।’

নিজের গোলে দেশ চ্যাম্পিয়ন হবে বিষয়টি ভাবতেই আনন্দিতবোধ করছেন আনাই, ‘আমার গোলে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ের মাসে শিরোপার উল্লাসে মেতেছে। এর থেকে খুশির কথা আর কী হতে পারে? ভাষায় প্রকাশ করতে পারব না কত খুশি।’

ফাইনালে ম্যাচের প্রথমবার্ধে আনাইয়ের শট ভারতের গোলপোস্টে লেগে ফিরে আসে। রাইট ব্যাক হয়ে পুরো ম্যাচে ওভারল্যাপ করে খেলেছেন তিনি। ডিফেন্ডার হিসেবে রক্ষণও সামলেছেন। রক্ষণ থেকে প্রতিপক্ষের উইঙ্গে গিয়ে দলকে সহায়তার এ কৌশলে বাজিমাত করেছে বাংলাদেশ।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ সাফ শিরোপা ঘরে তুলেছে মেয়েরা। বয়সভিত্তিক পর্যায়ে সবমিলে পাঁচটি সাফ শিরোপা ঘরে তুলেছে মারিয়া-মনিকারা।

তবে এখনও জাতীয় নারী দলের সাফল্যের খাতা ‘শূন্য’। এই বৃত্তটা সাফল্যে ভরাট করতে চান আনাই।

তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে সিনিয়র জাতীয় দলের হয়ে সিনিয়র পর্যায়ের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে চাই। দেশকে সিনিয়র সাফ শিরোপা দিতে চাই।’

এ বিভাগের আরো খবর