বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইকার্দির গোলে হার এড়াল পিএসজি

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২১ ০৯:২৩

লিগ ওয়ানে চলতি বছরের শেষ ম্যাচে লঁরেওনের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাউরো ইকার্দির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

জয় না পেলেও অপরাজিত থেকেই বছরটা শেষ করল ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই। লিগ ওয়ানে চলতি বছরের শেষ ম্যাচে লঁরেওনের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাউরো ইকার্দির গোলে ড্র করে মাঠ ছাড়ে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল পিএসজি। তারকাখচিত দল নিয়ে মাঠে নামলেও তারকা ছিলেন একদমই ম্লান। নিজেদের ছায়া হয়ে ছিলেন মেসি, নেইমার, এমবাপে।

আর ফলে ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোল হজম করে বসে পিএসজি। লি ফেলের দুর্দান্ত এক পাসে জালের ঠিকানা খুঁজে নেন থমাস মনকুনদুইট।

এরপর লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় লঁরেওন। সমানতালে চলছিল পিএসজিও। কিন্তু জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না মেসি-নেইমাররা।

একে তো গোলের দেখা মিলছিল না, তার সঙ্গে যোগ হয় ৮৬ মিনিটে সার্জিও রামোসের লালকার্ড। চোখের পলকেই নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ১০ দলের দলে পরিণত হলো পিএসজি।

নিশ্চিত পরাজয়ের সেই ম্যাচের অতিরিক্ত সময়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন মাউরো ইকার্দি। ৯১ মিনিটের সময় সমতায় ফেরান দলকে। আর তাতেই স্বস্তির এক ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই নিয়ে লিগ ওয়ানে টানা ১০ ম্যাচ অপরাজিত রইল ফ্রেঞ্চ জায়ান্টরা।

এ বিভাগের আরো খবর