বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সাউথ জোন ও নর্থ জোনের মধ্যকার ম্যাচটি যে ড্রয়ের দিকে যাচ্ছে সেটি অনুমেয় ছিল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো দুই দলকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলীয় প্রাপ্তির খাতায় কিছু যুক্ত না হলেও ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিন ব্যক্তিগত অর্জনের ঝুলি পূর্ণ করেছেন ক্রিকেটাররা।
প্রথম ইনিংসে ছয় উইকেট ঝুলিতে পুরে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন নাসুম আহমেদ। সেঞ্চুরি আসে নাঈম ইসলাম ও অমিত হাসানের ব্যাট থেকে।
সবাইকে ছাপিয়ে গেলেন তৌহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি বাগিয়ে নেয়ার পর সেই ইনিংসকে পরিণত করলেন ডাবল সেঞ্চুরিতে। ৩৮৭ বল খেলে ৪ ছক্কা ও ১৬ চারে ২১৭ রান করেন এই ব্যাটসম্যান। যার সুবাদে হন ম্যাচ সেরাও।
৩ উইকেট ৩৫০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সাউথ জোন। দিনের শুরুতেই জাকিরকে হারিয়ে নাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হৃদয়।
এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে দলীয় রান ৪০০ পেরোয় সাউথ জোন। নাহিদুলের সঙ্গে ৭১ রানের জুটিতে ৩৭৪ বলে ডাবল সেঞ্চুরিতে পা রাখেন হৃদয়।
ডাবলের পর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার। সানজামুল ইসলামের বলে স্কয়ার লেগে ধরা পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর নিয়মিত উইকেট পতনের ফলে সাউথ জোনের ইনিংস থামে ৪৯৯ রানে।
১১৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা নর্থ জোন দলীয় ৫২ রানে তানজিদ হাসানকে হারায়। উইকেটটি যায় নাসুমের ঝুলিতে।এরপর ব্যাট করতে নেমে দিন শেষ করেন পারভেজ হোসেন ও জুনায়েদ সিদ্দিক। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।