কনুইয়ের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ থেকে ছিটকে যেতে হয়েছিল ইংল্যান্ডের তারকা পেইসার জোফরা আর্চারকে। আশায় ছিলেন, চোট কাটিয়ে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফের ২২ গজে ফিরবেন।
তা আর হচ্ছে না। কনুইয়ের অস্ত্রোপচারের কারণে আবারও লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন আর্চার। আগামী বছর জুনের আগে তার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এতে বলা হয়, ‘গত ১১ ডিসেম্বর আর্চারের কনুইয়ে আবারও অস্ত্রোপচার করা হয়। যার ফলে ইংল্যান্ডের বাকি শীতকালীন সিরিজে তাকে পাওয়া যাবে না।’
চলতি অ্যাশেজের পর আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। এরপর আবার মার্চে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে তারা তিনটি টেস্ট খেলতে।
২০২২ সালের জুনে ইংলিশ গ্রীষ্ম মৌসুমের শুরুটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সব কিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়েই ফেরার কথা রয়েছে আর্চারের।
গত বছরের ফেব্রুয়ারি থেকে কনুইয়ের চোট ভোগান্তির আরেক নাম হয়ে গিয়েছিল আর্চারের কাছে। ব্যথানাশক ব্যবহার করে ব্যথা কমিয়ে তিনি খেলে যাচ্ছিলেন।
তবে চলতি বছরের শুরুতে ব্যথা চলে যায় সহ্য ক্ষমতার বাইরে। ভারত সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি। খেলা হয়নি আইপিএলেও।
আঙুলের অস্ত্রোপচার করে সেখান থেকে কাচের টুকরা বের করে আনা হয়। আর গত মে মাসে কনুইয়ের অপারেশন করে সেখান থেকে হাড়ের টুকরা অপসারণ করা হয়।
এরপর গত জুলাইয়ে কাউন্টি দিয়ে মাঠে ফিরলেও বেশিদিন খেলা হয়নি আর্চারের। কনুইয়ে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ থেকে ছিটকে যেতে হয়েছিল তাকে।