নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান তামিম ইকবাল। পরের মাসে পরীক্ষায় চিড় ধরা পড়ে একই জায়গায়। ফলে মাঠে ফেরা পিছিয়ে যায়।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ছিলেন না দেশসেরা ওপেনার। চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন তিনি।
শেরেবাংলার একাডেমি মাঠে সোমবার বেশ কিছুক্ষণ নেট প্র্যাকটিস করেন তিনি। পুরোটা সময় তাকে স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল। থ্রোয়িংয়ের বিপক্ষে প্রায় ২৫ মিনিট নক করেন তিনি।
সেরে ওঠার অগ্রগতি ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে খেলতে পারবেন তামিম। ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা টুর্নামেন্ট।
জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলার পর হাঁটুর চোটে ভুগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেননি তামিম। এরপর পড়েন আঙুলের চোটে।
তামিমের সঙ্গে ঘরোয়া এ ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজুর রহমানও। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটে পড়েন দ্য ফিজ।
তামিমের সঙ্গে সোমবার তাকেও শেরেবাংলায় অনুশীলনে দেখা গেছে। শর্ট রানআপ ও কম গতিতে বল করে সেরা ছন্দে ফেরার চেষ্টা করছেন মুস্তাফিজ।