বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অফ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন আকরাম খান। এমন একটি গুজব ছড়িয়ে পড়ে সোমবার। গুজবের উৎস তার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট।
সাবেক এ অধিনায়ক নিজে বিসিবি বা সংবাদমাধ্যমকে কিছু না জানালেও, তার স্ত্রী সাবিনা আকরামের অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে লেখা ছিল, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান।’
আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের পোস্ট। ছবি: ফেসবুক
বিষয়টি নিয়ে বিসিবি এখনও কিছু জানে না বলে জানিয়েছেন বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তার মতে এটা আকরাম খান ও তার স্ত্রীর ব্যক্তিগত মন্তব্য। আনুষ্ঠানিকভাবে তারা এখনও কিছু জানেন না।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটা ভাবী দিয়েছেন একটা স্ট্যাটাস সুতরাং ব্যক্তিগত ব্যাপার। আমরা কিছু জানি না। এটা তাদের নিজস্ব বিষয়। (আনুষ্ঠানিক) কিছু হলে তো আমরাই জানাতাম।’
আকরাম ও তার স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে দেয়া সাবিনা আকরামের পোস্টটি অবশ্য এক ঘণ্টা পর আর পাওয়া যায়নি।