অ্যাশেজের শেষ তিন টেস্টের জন্য একই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তিন টেস্টের দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিনস ও তার ফাস্ট বোলিং সঙ্গী জশ হেইজলউড।
ব্রিসবেনে প্রথম টেস্ট খেলার পর অ্যাডেলেইডে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কামিনস। অ্যাডেলেইডে এক রেস্তোরাঁয় করোনাভাইরাস আক্রান্তের সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকতে হয় তাকে।
তার জায়গায় দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। তৃতীয় টেস্ট থেকে আবারও অধিনায়কের দায়িত্ব ফিরে পাচ্ছেন কামিনস।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টে একই স্কোয়াড রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে মেলবোর্নে শুরু হচ্ছে তৃতীয় অ্যাশেজ টেস্ট।
অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিনস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজলউড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস ল্যাবুশেইন, নেইথান লায়ন, মাইকেল নিসের, জাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ডেভিড ওয়ার্নার।