করোনাভাইরাসের ওক্রিমন-ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের তিন ক্রিকেটার। তাদের করোনা পরীক্ষা করানো হয় রোববার। সোমবার টেস্টের ফল নেগেটিভ আসায় হাসপাতাল ছেড়েছেন তিনজনই।
দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জামাল টুটুল।
তিনি বলেন, ‘তাদের আবার করোনা টেস্ট করানো হয় রোববার। আজকে ফল আসে। সেখানে নেগেটিভ এসেছে। আমরা রিলিজ দিয়ে দিয়েছি। কিছু প্রসিডিউর ছিল হাসপাতালে। সবকিছু শেষ করে সবাই বাসায় চলে গেছেন।’
সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক।
এর আগে গত ১৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি করা হয় তিন ক্রিকেটারকে। শারীরিকভাবে সুস্থ থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে আইসোলেশনে রাখা হয় তাদের। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের জন্য মাঝপথেই স্থগিত হয়ে যায় বাছাইপর্ব। কয়েকটি দেশ ঘুরে ৩০ নভেম্বর দেশে ফেরেন ক্রিকেটাররা।
দেশে ফিরে ৫ ডিসেম্বর পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। পরে ১১ ডিসেম্বর আবার করোনা পরীক্ষা করানো হলে তাদের শরীরে ভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ধরা পড়ে।
এদিকে কোয়ারেন্টিন পর্ব শেষে গত ১৫ ডিসেম্বর দলের বাকি ১৯ নারী ক্রিকেটার মুক্ত হয়ে ছুটিতে গেছেন।
কয়েক দিন পরই বিশ্বকাপ প্রস্তুতির জন্য ক্যাম্পে যোগ দেবেন নারী ক্রিকেটাররা।
আগামী বছরের ৫ মার্চ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাহানারা-রুমানাদের বিশ্বকাপ মিশন। ৭ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
১৪ মার্চ বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।