বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ড্রপ ইন পিচের পক্ষে নন মিয়ানদাদ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ১৭:০৭

ড্রপ ইন পিচ বসানোর বিরোধিতা করছেন মিয়ানদাদ। ৩৭ কোটি রুপি খরচ করে পিচ বসানোর যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি। তিনি মনে করেন, দেশের উইকেটে খেলেই বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে।

ক্রিকেট মাঠে কৃত্রিম পিচ বা ড্রপ ইন পিচের পক্ষে নন পাকিস্তানের সাবেক ব্যাটার জাভেদ মিয়ানদাদ। ড্রপ ইন পিচ ব্যবহারের সিদ্ধান্ত নেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর সমালোচনা করেছেন সাবেক এ অধিনায়ক।এশিয়া মহাদেশের বাইরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে উইকেটের সুবিধা নিতে করাচি ও লাহোরে ড্রপ ইন পিচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ জন্য প্রায় ৩৭ কোটি রুপি খরচ হচ্ছে বলে ইতোমধ্যে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।রাজার এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে পাকিস্তানের ক্রিকেট মহল। কিন্তু ড্রপ-ইন পিচ বসানোর বিরোধিতা করছেন মিয়ানদাদ। ৩৭ কোটি রুপি খরচ করে পিচ বসানোর যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি। তিনি মনে করেন, দেশের উইকেটে খেলেই বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে।পাকিস্তানের সংবাদমাধ্যমকে মিয়ানদাদ বলেন, ‘পাকিস্তানে ড্রপ ইন পিচের কোনো প্রয়োজন নেই। স্থানীয়ভাবেই সব ধরনের পিচ বানানো যায়। আমরা এসব পিচে খেলে বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’তিনি যোগ করেন, ‘খুব কম মানুষ জানে, অস্ট্রেলিয়ায় ড্রপ ইন পিচের ধারণা সর্বপ্রথম সামনে এনেছিলেন কেরি প্যাকার। তার কুখ্যাত ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজে মাঠ সংকটের কারণে এই ব্যবস্থা নেয়া হয়। কারণ তার কাছে বিশ্বে ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য মাঠ ছিল না।’শুধু পিসিবির সমালোচনা করে থামেননি মিয়ানদাদ। সরকারপ্রধান ইমরান খানের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারে যারা আসে, বড় কাজ করার কথা বলে। কিন্তু দেশে কোনো কাজ হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় আরও বেশি বিনিয়োগ করে যুবাদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা।’

এ বিভাগের আরো খবর